ভিডিও রবিবার, ১৫ জুন ২০২৫

চকরিয়ায় বাসচাপায় যুবক নিহত

চকরিয়ায় বাসচাপায় যুবক নিহত

কক্সবাজারে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় যাত্রীবাহী বাসের চাপা পড়ে মোহাম্মদ হুমায়ুন কবির লোকমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। 

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হুমায়ুন কবির লোকমান চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫নং ওয়ার্ড মোহাম্মদ বশিরের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানা, নিহত হুমায়ুন কবির লোকমান আজ সকাল ৯টার দিকে মোটরসাইকেল যোগে চকরিয়া শহরে যাওয়ার সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস মালুমঘাট এলাকায় তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে। নিহত মোহাম্মদ হুমায়ুন কবির লোকমান মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালের নিরাপত্তা কর্মী হিসেবে দায়িত্বরত রয়েছেন।

আরও পড়ুন

নিহত মোহাম্মদ হুমায়ুন কবির লোকমানের বাবা জানান, আগামী সোমবার আমার ছেলের বিয়ের দিন ছিল। কিন্তু আল্লাহ তার আগে আমার ছেলেকে না ফেরার দেশে নিয়ে গেছে।

মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মেহেদী হাসান বলেন, নিহত মোহাম্মদ হুমায়ুন কবির লোকমানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস ও চালককে আটক করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে বাস-মাইক্রোবাস-সিএনজির ত্রিমুখী সংঘর্ষ, শিশুর মৃত্যু

পাবনায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক

সীতাকুণ্ডে গাছে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ১

নওগাঁয় দেশীয় ফল উৎসব

রূপগঞ্জে ভুয়া এসপি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে সেনা অভিযানে অস্ত্র-স্ট্যাম্পসহ আটক ১