বগুড়া শজিমেক হাসপাতালে বিশ্ব হেপাটাইটিস দিবস পালন

স্টাফ রিপোর্টার : ‘আসুন হেপাটাইটস রুখে দেই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার (২৮ জুলাই) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল বগুড়ার লিভার বিভাগের আয়োজনে বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে কলেজ ক্যাম্পাসে র্যালি বের হয়। র্যালিতে রোগী, রোগীর স্বজন, শিক্ষার্থী, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, নার্সেস কর্মকর্তা, চিকিৎসক ও শিক্ষক মন্ডলী অংশগ্রহণ করেন।
পরে লিভার বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. আবু সালেহ মো. সাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ওয়াদুদুল হক তরফদার, বিশেষ অতিথি ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কর্নেল মো. মহসীন।
আমন্ত্রিত অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আবু হেনা মোস্তফা কামাল, বিএমএ বগুড়ার সদস্য সচিব ডা. মো. আব্দুল ওয়াহেদ, অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম, শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ড. মো. আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন লিভার বিভাগের কলসালটেন্ট ডা: মো: মাহমুদুল হাসান খোকন।
আলোচনা সভায় জানান হয় ২০১৯ সালে বিশ্বব্যাপী হেপাটাইটিস-এ তে ১৫.৯ কোটি সংক্রমিত হয়েছিলেন এবং ৩৯০০০ মৃত্যুবরণ করেন। বিশ্বজুড়ে প্রায় ২৫.৪ কোটি মানুষ হেপাটাইটিস-বি ও ৫ কোটি মানুষ হেপাটাইটিস-সি তে আক্রান্ত। ২০২২ সালে কোভিড-১৯ এর পর হেপাটাইটিস ও যক্ষা ছিলো দ্বিতীয় প্রধান ঘাতক।
আরও পড়ুন২০১৯ থেকে ২০২২ সালে হেপাটাইটিস জনিত মৃত্যু ১১ লাখ থেকে বেড়ে ১৩ লাখে পৌছেছে। হেপাটাইটিস-এ এবং ই দূষিত খাদ্য ও পানির মাধ্যমে ছড়ায়, প্রতিবছর প্রায় ১০ কোটি মানুষ আক্রান্ত হয়। হেপাটাইটিস-বি লিভার ক্যান্সারের প্রধান কারণ, এতে প্রতিবছর ৮ লক্ষ ২০ হাজারের বেশি মানুষ মারা যায়।
হেপাটাইটিস ডি শুধুমাত্র হেপাটাইটিস বি ভাইরাসের উপস্থিতিতেই সংক্রমণ ঘটায়। হেপাটাইটিস ই দূষিত পানির মাধ্যমে ছড়ায়, প্রতিবছর প্রায় ২ কোটি মানুষ আক্রান্ত হয়। টিকা, সচেতনতা ও সঠিক চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
মন্তব্য করুন