জয়পুরহাটের আক্কেলপুরে যুবক ছুরিকাহত ২ জন গ্রেফতার

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : আক্কেলপুরে আব্দুর রাজ্জাক (৫০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেছে দুই তরুণ। এঘটনায় থানায় মামলা দায়ের হলে অভিযুক্ত দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার তিলকপুর ইউনিয়নের পূর্ব শিয়ালাপাড়া গ্রামে। গ্রেফতারকৃতরা হলেন, পূর্ব শিয়ালা গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে জনি হোসেন (২৫) এবং একই গ্রামের আব্দুল হোসেনের ছেলে জিহাদ হোসেন (২০)।
মামলার এজাহার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গতকাল রোববার বিকেলে আহত আব্দুর রাজ্জাকের স্ত্রীসহ কয়েকজন প্রতিবেশি তাদের বাড়ির সামনের রাস্তার ধারে বসে গল্প করছিলেন। ওই সময় দ্রুত গতিতে একটি ভ্যানে মালামাল নিয়ে যাচ্ছিল জনি ও জিহাদ হোসেন।
তখন আব্দুর রাজ্জাকের স্ত্রী ফাহিমা বেগম ওই দুই তরুণকে বলেন ‘মানুষের মাঝে এতো জোরে কেন ভ্যান নিয়ে যেতে হবে” এই কথা বলাতেই ফাহিমাকে মারধর করে। পরে বাজার থেকে ফাহিমার স্বামী আব্দুর রাজ্জাক বাড়িতে এলে তাকেও মারধর করে। পরে দুই তরুণ পেটে ছুড়ি মেরে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আব্দুর রাজ্জাককে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
আরও পড়ুনএঘটনায় আহত রাজ্জাকের স্ত্রীর বড় ভাই হাসান আলী গতকাল রোববার দিবাগত রাতে থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ওই রাতেই মামলার আসামি জনি ও জিহাদকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
আজ সোমবার (২৮ জুলাই) তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। আক্কেলপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, আব্দুর রাজ্জাককে চাকু মারার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মামলার দু’জন আসামিকে গ্রেফতার করা হয়।
মন্তব্য করুন