ভিডিও মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

৬.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল বঙ্গোপসাগরের তলদেশ

৬.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল বঙ্গোপসাগরের তলদেশ, ছবি: সংগৃহীত।

বঙ্গোপসাগরের তলদেশে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভারতীয় সময় সোমবার দিনগত রাত ১২টা ১১ মিনিট ৫০ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৬ দশমিক ৮২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৩৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। যা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। অর্থাৎ, ভূমিকম্পটি ছিল খুবই অগভীর। প্রাথমিকভাবে উপকূলীয় অঞ্চল বা দ্বীপগুলোতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বঙ্গোপসাগরের এই কম্পনের পরপরই নিকোবর দ্বীপপুঞ্জ অঞ্চলেও ৬ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তবে এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, নিকোবর দ্বীপপুঞ্জের এই ভূমিকম্পটি ভারতীয় সময় রাত ১২টা ১২ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থলও ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের সাবাং থেকে প্রায় ২৫৯ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে এর কেন্দ্র অবস্থিত ছিল।আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাই-রাজশাহী রুটে সরাসরি যাত্রীবাহী বাস চলাচল শুরু

মাদকাসক্ত একমাত্র ছেলেকে পিটিয়ে হত্যার পর বাবা-মা থানায় আত্মসমর্পণ

বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ফেরিওয়ালার

বর্তমান সরকারের আমলেই কাঙ্ক্ষিত মামলাগুলোর রায় পাওয়া যাবে

সৌদি আরবে নতুন দক্ষতাভিত্তিক ভিসা ব্যবস্থা চালু

চিনি নাকি গুড়— কোনটি বেশি স্বাস্থ্যকর?