ভিডিও বুধবার, ৩০ জুলাই ২০২৫

মাদকাসক্ত একমাত্র ছেলেকে পিটিয়ে হত্যার পর বাবা-মা থানায় আত্মসমর্পণ

মাদকাসক্ত একমাত্র ছেলে হাসান গাজী (২০)।

মাদকাসক্ত ছেলে নেশার টাকার জন্য প্রায়ই মা-বাবাকে মারধর করতেন। একইভাবে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরেও ঘরে ভাঙচুর করে মা-বাবাকে পেটাতে থাকেন। ত্যক্ত-বিরক্ত মা-বাবা সামলাতে না পেরে শেষমেষ একমাত্র ছেলেকেই পিটিয়ে হত্যা করেছেন। এরপর থানায় এসে করেছেন আত্মসমর্পণ।

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ভরপাশা এলাকায় ঘটেছে এ ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন।  

হত্যাকাণ্ডের শিকার তরুণটি হলেন হাসান গাজী (২০)। তার বাবার নাম জাফর গাজী গাজী (৪৮), আর মা নাজমা বেগম (৪০)।  

প্রতিবেশীরা জানান, দুই কন্যা ও এক ছেলের জনক-জননী জাফর ও নাজমা দম্পতি। দুই কন্যার বিয়ে হয়েছে। একমাত্র ছেলেকে নিয়ে বাস করেন তারা। ছেলে হাসান মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য বাবা-মাকে প্রায়ই মারধর করতেন। মঙ্গলবার দুপুরে পাঁচ হাজার টাকার জন্য ঘরে ভাঙচুর করে বাবাকে মারধর শুরু করেন। এ সময় তাকে রক্ষা করতে স্ত্রী নাজমা এগিয়ে গেলে তাকেও মারধর শুরু করেন ছেলে হাসান। তখন একটি পাইপ দিয়ে হাসানের মাথা ও ঘাড়ে পেটানো হয়। এতে ঘটনাস্থলে হাসান মারা যান। পরে স্বামী-স্ত্রী দুইজন থানায় যান।  

আরও পড়ুন

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বিকেল ৪টার দিকে জাফর গাজী ও তার স্ত্রী নাজমা বেগম থানায় এসে জানান, তারা দুজনে মিলে পুত্রকে পিটিয়ে হত্যা করেছেন। তাদের এ বক্তব্য শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত বলে ঘোষণা করেন। লাশ উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় মামলা হবে বলেও জানান ওসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের শুল্কবিষয়ক বৈঠক

বগুড়ার সোনাতলায় বাঙালি পাড়ের মানুষের পারাপারে শেষ সম্বল ডিঙি নৌকা

জয়পুরহাটের আক্কেলপুরে বড় বোনের অপরাধে দুই বছর গৃহবন্দী ছোট বোন

দিনাজপুরের বিরামপুরে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

রংপুরে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রবীণ নেতাকে অপমান করায় বাগাতিপাড়া তোলপাড়