ভিডিও রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

আশুলিয়ায় চাঁদা না পেয়ে দোকানীকে গুলির ঘটনায় গ্রেপ্তার ৩

আশুলিয়ায় চাঁদা না পেয়ে দোকানীকে গুলির ঘটনায় গ্রেপ্তার ৩

চাঁদা না পেয়ে শাহীন ইসলাম নামে এক চা দোকানীকে গুলির ঘটনায় জড়িত থাকার দায়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। তবে এ ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি এখনো উদ্ধার করতে করা সম্ভাব হয়নি।

শনিবার দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। 

 

গ্রেপ্তারকৃতরা হলেন, কালা পারভেজ ও তার সহযোগী ইয়ার হোসেন ও খোকন। শুক্রবার রাতে আশুলিয়ার গোরাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

পুলিশ জানায়, গত ৯ জানুয়ারি দুপুরে আশুলিয়ার গোরাটে চাঁদা না পেয়ে চা দোকানী শাহীন ইসলামকে পায়ে গুলি করে দুর্বৃত্তরা। পরে তাকে ঢাকার পুঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় আহত ওই চা দোকানীর বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করলে পুলিশ তদন্তে নেমে গেলরাতে আশুলিয়ার গোরাট ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার দায়ে এজাহারভূক্ত তিনজনকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান,এই ঘটনায় জড়িত বাকী আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। এছড়া গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারেও পুলিশ চেষ্টা চালাচ্ছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানা সমস্যায় জর্জরিত লালমনিরহাট সদর হাসপাতাল

নওগাঁয় মিলছে না মেনিনজাইটিস টিকা, দুশ্চিন্তায় হজ যাত্রীরা

জয়পুরহাটের ক্ষেতলালে এক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠগ্রহণ

একটা দল সাধারণ মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করার চেষ্টা করছে : সৈয়দ শাহীন শওকত

দিনাজপুরের ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার উদ্বোধন

কাটছে না বোতলজাত সয়াবিন তেলের সংকট