ভিডিও বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১১ জানুয়ারী, ২০২৫, ০৮:০৩ রাত

আশুলিয়ায় চাঁদা না পেয়ে দোকানীকে গুলির ঘটনায় গ্রেপ্তার ৩

আশুলিয়ায় চাঁদা না পেয়ে দোকানীকে গুলির ঘটনায় গ্রেপ্তার ৩

চাঁদা না পেয়ে শাহীন ইসলাম নামে এক চা দোকানীকে গুলির ঘটনায় জড়িত থাকার দায়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। তবে এ ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি এখনো উদ্ধার করতে করা সম্ভাব হয়নি।

শনিবার দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। 

 

গ্রেপ্তারকৃতরা হলেন, কালা পারভেজ ও তার সহযোগী ইয়ার হোসেন ও খোকন। শুক্রবার রাতে আশুলিয়ার গোরাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ৯ জানুয়ারি দুপুরে আশুলিয়ার গোরাটে চাঁদা না পেয়ে চা দোকানী শাহীন ইসলামকে পায়ে গুলি করে দুর্বৃত্তরা। পরে তাকে ঢাকার পুঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় আহত ওই চা দোকানীর বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করলে পুলিশ তদন্তে নেমে গেলরাতে আশুলিয়ার গোরাট ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার দায়ে এজাহারভূক্ত তিনজনকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান,এই ঘটনায় জড়িত বাকী আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। এছড়া গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারেও পুলিশ চেষ্টা চালাচ্ছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানী ঢাকা এখন থেকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহর 

প্রস্তুত বিপিএল মঞ্চ, উকি দিচ্ছে শঙ্কা-অনিশ্চয়তা

ট্রাইব্যুনালে আশুলিয়ার ৭ হত্যা মামলায় চলছে ২০তম দিনের সাক্ষ্য

তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে: সিইসি

চট্টগ্রাম বন্দরের ৩ প্রবেশপথে স্কপের অবরোধ

১০ জনের বার্সেলোনাকে হারিয়ে চেলসির বড় জয়