চুয়াডাঙ্গায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
চুয়াডাঙ্গা পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
গতকাল বুধবার (৮ জানুয়ারি) রাতে চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় পদ-পদবী ব্যবহার ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, বিভিন্নজনের সঙ্গে অসদাচরণ এবং শৃঙ্খলা বর্হিভূত কর্মকাণ্ড পরিচালনা করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করায় এ সিদ্ধান্ত নেওয়া হলো।
আরও পড়ুনএর আগে গত মঙ্গলবার শহরের মুক্তিপাড়ার ব্যবসায়ী নুরুজ্জামানের নির্মাণাধীন বাড়িতে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা জাহিদুল ইসলাম সোহেলকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1767462984.jpg)
