ভিডিও সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৫ জানুয়ারী, ২০২৬, ০২:০০ দুপুর

মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ‘এমটিবি টাউন হল ২০২৬’ অনুষ্ঠিত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ‘ট্রাস্ট রিবিল্ট, ফিউচার রিডিফাইন্ড’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ঢাকার একটি স্থানীয় ভেন্যুতে এমটিবি টাউন হল ২০২৬ আয়োজন করে। এই টাউন হলের মূল উদ্দেশ্য ছিল ব্যাংকের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা, চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নির্ধারণ এবং আগামী দিনের কৌশলগত লক্ষ্য নিয়ে এমটিবিয়ানদের মধ্যে ঐক্য ও দিকনির্দেশনা প্রদান যেখানে গ্রাহকের আস্থা পুনর্গঠন ছিল প্রধান গুরুত্বের বিষয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান, রাশেদ আহমেদ চৌধুরী, পরিচালকবৃন্দ - মোঃ আব্দুল মালেক, খাজা নারগীছ হোসেন ও সৈয়দ নাসিম মঞ্জুর, এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান। এছাড়াও ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা, ডিভিশন ও ডিপার্টমেন্ট প্রধান এবং দেশের বিভিন্ন শাখার ব্যবস্থাপকগণ দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্যাংকটির চেয়ারম্যান, রাশেদ আহমেদ চৌধুরী বলেন, আস্থা পুনর্গঠন ও তা আরও সুদৃঢ় করাই এমটিবি’র যাত্রার মূল কেন্দ্রবিন্দু। তিনি উল্লেখ করেন, সততা, শক্তিশালী সুশাসন এবং ধারাবাহিক ও মানসম্মত গ্রাহকসেবাই পরিবর্তনশীল ব্যাংকিং পরিবেশে এমটিবি’র দীর্ঘমেয়াদি টেকসই অগ্রযাত্রা ও স্থায়ী সফলতার প্রধান ভিত্তি।

আরও পড়ুন

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান ২০২৬ সালের জন্য ব্যাংকের অগ্রাধিকার ও কৌশলগত দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি গ্রাহককেন্দ্রিক উদ্যোগ, কার্যগত উৎকর্ষতা এবং স্থিতিশীল প্রবৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে গ্রাহকদের জন্য দীর্ঘমেয়াদি আস্থা, সুবিধা ও টেকসই ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে এমটিবি’র প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এমটিবি টাউন হল ২০২৬ এমটিবিয়ানদের মধ্যে অভিন্ন লক্ষ্য ও মূল্যবোধের ভিত্তিতে ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি পারস্পরিক আস্থার মাধ্যমে ভবিষ্যৎ পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ‘এমটিবি টাউন হল ২০২৬’ অনুষ্ঠিত

গার্সিয়ার হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে রিয়ালের গোলউৎসব

১২৩ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

সাকিবের লড়াইয়ের পরও শিরোপা হাতছাড়া এমআই এমিরেটসের

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

নওগাঁর পোরশা উপজেলার ২০.০০ (বিশ) একর পর্যন্ত সরকারি বদ্ধ জলমহাল অনলাইনে ইজারার আবেদনপত্র আহ্বানের বিজ্ঞপ্তি