শীতার্তদের মাঝে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ
দেশের অন্যতম প্রধান শরীয়াহ্ ভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতি বছরের ন্যায় এবছরও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছে। ৪ জানুয়ারি ২০২৬, রবিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন, মোঃ আসাদুজ্জামান ভূঞা, মোহাম্মদ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ ও মোঃ জাকির হোসেন ভূঁইয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ রফিকুল ইসলাম এবং প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনকর্পোরেট সামাজিক দায়বদ্ধতা থেকে চলতি শীত মৌসুমে ১ লক্ষ ৩০ হাজার পিস কম্বল বিতরণ করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। এ কার্যক্রমের আওতায় মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণভাণ্ডার এবং ব্যাংকের বিভিন্ন শাখা, উপশাখা এবং এজেন্ট আউটলেটের মাধ্যমে শীতার্ত মানুষের মাঝে কম্বল করা হচ্ছে।
মন্তব্য করুন









