ভিডিও শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

ভেড়ামারায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১

অভিযুক্ত সালাম

কুষ্টিয়ার ভেড়ামারায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সালাম দর্জি (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (৪ জানুয়ারি) অভিযুক্ত সালামকে স্থানীয় জনতা আটক করে ভেড়ামারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

 

জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে বাড়ির সামনে খেলা করছিল শিশুটি। এ সময় পাশের বাড়ির দর্জি সালাম পুতুল বানানোর জন্য কাপড় দেওয়ার প্রলোভন দেখিয়ে তার নিজ বাসায় নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে। ভিকটিম বাসায় ফিরে তার মায়ের কাছে পুরো ঘটনা খুলে বললে পরিবারের লোকজন শিশুটিকে দ্রুত চিকিৎসার জন্য ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে কুষ্টিয়া সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

আরও পড়ুন

উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান বলেন, শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে ধর্ষণের আলামত পেয়েছি। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম জানান, ধর্ষক সালামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ ইন করেছে বিএসএফ

দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, ২ ভাই নিহত

বক্স অফিসে ‘সায়ারা’র, ৬ দিনে আয় কত?  

সেপ্টেম্বরে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স: ম্যাক্রোঁ

সীমান্ত এলাকা থেকে এক লাখের বেশি মানুষ সরে গেছে: থাইল্যান্ড

ট্রাম্পের প্রশংসা করায় জান্তার মিত্রদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার