থানায় ঢুকে এএসআইকে ছুরিকাঘাত, রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা

মফস্বল ডেস্ক : গাইবান্ধার সাঘাটা থানায় বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এক অজ্ঞাত ব্যক্তি থানার ভেতরে প্রবেশ করে এএসআই মহসিন আলীর ওপর ছুরি দিয়ে হামলা চালায়। মাথা ও হাতে ছুরিকাঘাত করে এএসআইয়ের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
পুলিশ জানায়, হামলার পরপরই ওই ব্যক্তি থানার পেছনে থাকা সাঘাটা হাই স্কুলের পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে থানার পুলিশ সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় পুকুরে তল্লাশি চালালেও হামলাকারীকে আটক করতে পারেনি।
আহত এএসআই মহসিন আলীকে দ্রুত সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
ঘটনার বিষয়ে সাঘাটা থানার দায়িত্বপ্রাপ্ত ডিউটি অফিসার এএসআই লিটন মিয়া বলেন, ‘হামলাকারীকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। কেন এ হামলা হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
মন্তব্য করুন