ভিডিও শনিবার, ২৬ জুলাই ২০২৫

বগুড়ার ধুনটে জমি দখলের প্রতিবাদ করায় কৃষককে হত্যার চেষ্টা

বগুড়ার ধুনটে জমি দখলের প্রতিবাদ করায় কৃষককে হত্যার চেষ্টা। ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় অবৈধভাবে জমি দখলের প্রতিবাদ করায় মোকবুল হোসেন নামে এক কৃষককে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আজ শুক্রবার (২৫ জুলাই) ভুক্তভোগী ওই কৃষকের ছেলে উজ্জল সরকার বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গজারিয়া গ্রামের কৃষক মোকবুল হোসেন ক্রয় সূত্রে ছোট দিয়ার গ্রামের ৩০ শতক জমির মালিক। প্রায় ১৪ বছর ধরে ওই জমি ভোগ দখল করছেন মোকবুল হোসেন। এ অবস্থায় পূর্ব গুয়াডহরী গ্রামের তোতা মিয়া ও তার লোকজন ভূয়া দলিল তৈরীর মাধ্যমে প্রায় ২মাস আগে ওই জমি দখল নিয়ে সেখানে সবজি চাষ করেছে।

এ বিষয়টি নিয়ে ২২ জুলাই বিকেল ৩টায় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তোতা মিয়া ও তার লোকজন মোকবুল হোসেনকে মারপিট ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে মোকবুল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মোকবুল হোসেনের ছেলে উজ্জল সরকার বাদি হয়ে তোতা মিয়াসহ ৪ জনকে আসামি করেছে।

আরও পড়ুন

এ বিষয়ে তোতা মিয়া জানান, ওই জমির অংশিদারের কাছ থেকে জমি ক্রয় করেছি। কিন্ত মোকবুল হোসেন জমি ছেড়ে না দেয়ায় আমারা জোরপূর্বক জমির দখল নিয়েছি। তবে মোকবুল হোসেনকে মারপিট কিংবা হত্যাচেষ্টার অভিযোগ সঠিক না।

ধুনট থানার এসআই শামীম হোসেন বলেন, অভিযোগটি সরেজমিন তদন্ত করা হয়েছে। উভয়পক্ষকে জমির কাগজপত্র নিয়ে ১ আগস্ট থানায় উপস্থিত হতে বলেছি। জমির কাগজপত্র পর্যালোচনা করে উভয়পক্ষের সম্মতিক্রমে বিষয়টি মিমাংসা করে দেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে ট্রেন থেকে নামিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ,গ্রেপ্তার ৩

জয়পুরহাটের পাঁচবিবিতে সেতু নির্মাণে ধীরগতি চরম দুর্ভোগে এলাকাবাসী

খুলনায় ৬০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের ঘোষণা

পেঁয়াজের রসের উপকারিতা

মাইলস্টোনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া

জুয়েনা মিতুলের তৈরি ব্যাগ দেশের গণ্ডি পেরিয়ে রফতানি হচ্ছে স্পেনে