ভিডিও বুধবার, ০৭ মে ২০২৫

চীনের বিনিয়োগে দেশে হবে বিশেষায়িত হাসপাতাল

চীনের বিনিয়োগে দেশে হবে বিশেষায়িত হাসপাতাল

চীনের বিনিয়োগে দেশে দ্রুততম সময়ে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান।

রোববার (৩০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফর উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বিশেষায়িত একটি হাসপাতাল নির্মাণের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানালে চীন রাজি হয়। খুব শিগগিরই বিশেষায়িত হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হবে।
 
একজন গণমাধ্যমকর্মীর এমন প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান বলেন, গত বছরের ডিসেম্বরে তিনি কুনমিং যান। সেখানে চীনের কো-অপারেশন মিনিস্টারের সঙ্গে তার কথা হয়। ওই সময় বাংলাদেশের রোগীদের সুচিকিৎসার্থে সেখানকার কয়েকটি হাসপাতাল চিহ্নিত করা যায় কি না সে বিষয়ে তাকে অনুরোধ করা হয়েছিল।
 
অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা অতি দ্রুত বাংলাদেশিদের চিকিৎসার জন্য চারটি হাসপাতাল ঠিক করেন। তিনি ব্যক্তিগতভাবে সেই চারটি হাসপাতালের একটি ফার্স্ট পিপলস হাসপাতাল পরিদর্শন করেন। গত ১০ মার্চ বাংলাদেশ থেকে একটি দল চিকিৎসা গ্রহণের জন্য সেখানে যায়।
 
তিনি আরও বলেন, বাংলাদেশে অত্যন্ত উঁচু মানের হাসপাতাল প্রয়োজন। এ কারণেই চীন সরকারের কাছে বাংলাদেশ একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের অনুরোধ করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আপনি যদি শান্তিতে না থাকেন, তাহলে টাকা দিয়ে কী করবেন?’

সান সিরোয় ৪-৩ গোলে জিতে ফাইনালে ইন্টার মিলান

সাবেক আইজিপি শহীদুল হকসহ ২ জন ট্রাইব্যুনালে হাজির

আসিফ-হাসনাতের ‘সার্বভৌমত্ব’ রক্ষার ডাক

মোহাম্মদপুরে সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৩

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ১৩ মে