চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া তিন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
শুক্রবার (২ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম-২ আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দাখিলকৃত মনোনয়ন যাচাই করেন।
বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আক্তার, আহমদ কবির এবং বাংলাদেশ খেলাফত মজলিসের এইচ এম আশরাফ বিন ইয়াকুব, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ ও মো. ওসমান আলী এবং গণঅধিকার পরিষদের রবিউল হাসান।

নিউজ ডেস্ক
_medium_1767353424.jpg)
_medium_1767353275.jpg)
_medium_1767353117.jpg)





