ভিডিও শনিবার, ১০ মে ২০২৫

গরু মোটা তাজাকরণে মাত্রাতিরিক্ত দানাদার খাদ্য ব্যবহার

কুড়িগ্রামের রাজারহাটে এক খামারির ৯টি বাছুর অসুস্থ, অতঃপর জবাই

কুড়িগ্রামের রাজারহাটে এক খামারির ৯টি বাছুর অসুস্থ, অতঃপর জবাই। প্রতীকী ছবি

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা :  কুড়িগ্রামের রাজারহাটে গরু মোটাতাজাকরণে মাত্রাতিরিক্ত দানাদার খাদ্য খাওয়ানোর ফলে এক খামারির ৯টি গরুর বাছুর অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ গরু জবাই করে এলাকাবাসীর মধ্যে মাংস ভাগ করে দেয়া হয়েছে বলে জানা গেছে। এতে ৫ লক্ষাধিক টাকার  ক্ষতিসাধিত হয়েছে বলে ধারনা করছেন এলাকাবাসী। তবে গরু হারিয়ে ওই খামারি শোকাহত হয়ে পড়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এলাকাবাসীরা জানান, উপজেলার চাকিরপশার ইউনিয়নের পীরমামুদ গ্রামের আব্দুল হাকিমের মেয়ে সাথী বেগম গরুর খামারে দীর্ঘদিন ধরে গরু মোটাতাজাকরণ করে বিক্রি করে লাভবান হচ্ছিল। ঘটনার দিন শুক্রবার দুপুরে ৯টি বলদ বাছুরকে গরু মোটাতাজাকরণ ওষুধ ও দানাদার ইউরিয়া সার মাত্রাতিরিক্ত ব্যবহার করায় অসুস্থ হয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয় প্রাণি বিষয়ক এক চিকিৎসক খামারে এসে গরুগুলোকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থা বেগতিক দেখে খামারের মালিক একে একে ৯টি বাছুরকে জবাই করে। পরে এলাকাবাসীদের মাঝে জবাই করা গরুর মাংস বিতরণ করেন। খামারের মালিকের বাবা আব্দুল হাকিম বলেন, গরুগুলো অসুস্থ হয়নি। গরু মোটাতাজাকরণে দানাদার জাতীয় খাবার দেয়ার পর গরুগুলোর পেট ফুলে গিয়ে ঠান্ডায় কাঁপছিল।

আরও পড়ুন

যেহেতু এখন শৈত প্রবাহ চলছে।  সে কারণে আমার মেয়ে ভয় পেয়ে যায়। তাই একমণ ওজনের ৯টি গরু জবাই করে মাংস এলাকায় দেয়া হয়েছে। এ ব্যাপারে উপজেলা স্যানেটারী ইনসপেক্টর আব্দুল লতিফ বলেন, ওই জাতীয় খাবার খেয়ে গরু যেহেতু অসুস্থ হয়ে পড়েছে সেগুলোর মাংস না খাওয়াই উত্তম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার শাহবাগে গণজমায়েতের ডাক

বগুড়ার সোনাতলায় আ’লীগ নেতা বাবা-ছেলে গ্রেফতার 

জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার

বগুড়া কাহালুর মুরইল ইউনিয়ন আ‘লীগের সা.সম্পাদক আল আমিন গ্রেফতার

প্রমত্তা করতোয়া এখন মরা খাল!

আ.লীগ নেত্রীর মেয়েকে জুলাইযোদ্ধা অন্তর্ভুক্তির প্রতিবাদ করায় কুপিয়ে জখম