ভিডিও শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

বগুড়ার আদমদীঘিতে যৌথবাহিনীর অভিযানে বালু উত্তোলনের সরঞ্জামান জব্দ

বগুড়ার আদমদীঘিতে যৌথবাহিনীর অভিযানে বালু উত্তোলনের সরঞ্জামান জব্দ। ছবি : দৈনিক করতোয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে নাগর নদে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের সময় যৌথবাহিনী অভিযান চালিয়ে শ্যালোচালিত ড্রেজার, এস্কেকেভেটর মেশিন, বালু বহনের কাজে ব্যবহৃত তিনটি ট্রাক্টরসহ সরঞ্জাম জব্দ করেছেন।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজের নেতৃত্বে আদমদীঘির কুন্দগ্রাম ও চাঁপাপুর এলাকার নাগর নদের কালিতলা নামক স্থানে এ অভিযান চালানো হয়। এসময় আদমদীঘির সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা উপস্থিত ছিলেন। অভিযান টের পেয়ে নাগর নদে অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্র পালিয়ে যায়।

জানা যায়, উপজেলার কুন্দগ্রাম ও চাঁপাপুর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া নাগর নদের কালিতলাসহ কয়েকটি স্থানে দীর্ঘ দিন যাবত এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে শ্যালোচালিত ড্রেজার মেশিন বসিয়ে নদীর গভীরে বোরিং করে বালু উত্তোলন ও নদীর পাড়ে এস্কেকেভেটর দিয়ে মাটি খনন করে তা ট্রাক্টরের মাধ্যমে বহন করে অন্যত্র বিক্রি করে আসছিল। ভ্রাম্যমাণ আদালত মাঝেমধ্যে অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ ও বেশকিছু ব্যক্তির জরিমানা করলেও থামছিল না এই নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কেটে নদের বাঁধের ক্ষতিসাধন করা।

আরও পড়ুন

আজ শনিবার (২৮ ডিসেম্বর) গোপন সংবাদেরভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজের নেতৃত্বে যৌথ বাহিনী নাগর নদের কালিতলা নামক স্থানে অভিযান চালিয়ে শ্যালোচালিত একটি ড্রেজার, একটি এস্কেকেভেটর মেশিন, বালু-মাটি বহন কাজে ব্যবহৃত তিনটি ট্রাক্টরসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করে নিয়ে আসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার রিকশাচালক আজিজুর

বাংলাদেশে প্রথমবার দ্য আইসক্রিম সেলার্স

ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর নারায়ণগঞ্জে জব্দ

মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ

প্লাস্টিকদূষণ মোকাবিলায় বৈশ্বিক চুক্তির আলোচনা ব্যর্থ