ভিডিও শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী সকল ট্রেন চলাচল বন্ধের হুঁশিয়ারি, উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবি

উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী সকল ট্রেন চলাচল বন্ধের হুঁশিয়ারি

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি : ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে চিলাহাটি থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেক্স ট্রেন চালুর দাবি জানিয়েছেন নলডাঙ্গাবাসী। এই দাবি পূরণ না হলে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী সকল আন্তঃনগর এক্সপ্রেক্স ট্রেন চলাচল বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে নাটোরের নলডাঙ্গারহাট রেলওয়ে স্টেশন প্লাটফর্মে ‘নলডাঙ্গা উন্নয়ন ফোরামের’ ব্যানারে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন ও সমাবেশে সরকারের কাছে এমন আল্টিমেটাম দেওয়া হয়। এছাড়া উত্তরা এক্সপ্রেক্স ট্রেন চালু না হওয়া পর্যন্ত এই দাবিতে নলডাঙ্গা উপজেলার ৪টি স্টেশনসহ সকল রেলওয়ে স্টেশনে পর্যায়ক্রমে মানববন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক জিয়াউল হক, নলডাঙ্গা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নাছির উদ্দিন খাঁন, লতিফুর রহমান, আব্দুর রাজ্জাক, মুনছুুুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, উত্তরাঞ্চল থেকে বিভাগীয় শহর রাজশাহীতে চলাচলের সহজ মাধ্যম উত্তরা এক্সপ্রেক্স ট্রেন। এই ট্রেনে গরিব-দুঃখী, মেহনতি মানুষ, কলেজ-বিশ্ববিদালয়ের শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশার মানুষ খুব সহজে এবং স্বল্প খরচে চিলাহাটি থেকে রাজশাহী পর্যন্ত বিভিন্ন স্থানে যাতায়াত করতেন।

অথচ ট্রেনটি বন্ধ হওয়ায় মানুষের ভোগান্তিসহ অনেক রেলওয়ে স্টেশন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট স্টেশনে কর্মরত কর্মকর্তারা বেকার সময় কাটাচ্ছেন এবং স্টেশন কেন্দ্রীক শত শত কুলি-শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বেকার হয়ে পড়ছেন।

আরও পড়ুন

এছাড়া উন্নয়ন কর্মকান্ডসহ ব্যবসা-বাণিজ্য অনেকটা স্থবির হয়ে পড়েছে। বক্তার বলেন, অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও রেল উপদেষ্টার কাছে স্থানীয়দের দাবি আগামী ১ জানুয়ারি থেকে পুনরায় উত্তরা এক্সপ্রেক্স ট্রেনটি চালু করতে হবে। অন্যথায় এ অঞ্চলের মানুষ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।

এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের জেনারেল ম্যানেজার (জিএম) বলেন, উত্তরা এক্সপ্রেক্স ট্রেনটি নিরাপত্তা ও জনবলের অভাবে সরকারের সিদ্ধান্তে বন্ধ রাখা হয়েছে। পুনরায় ট্রেনটি চালু করার জন্য একাধিকবার মিটিং করা হয়েছে। বিষয়টি নিয়ে সরকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। তবে উত্তরা এক্সপ্রেক্স ট্রেন চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এ কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোদের তীব্রতা শুধু শরীর নয়, পুড়িয়ে দিচ্ছে খেটে খাওয়া মানুষদের জীবন ও জীবিকাও

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নদীতে নৌকা বাইচ একতা এক্সপ্রেস চ্যাম্পিয়ন

বাংলাদেশ সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ - সচিব মো: সাইফুল্লাহ পান্না

জয়পুরহাটের আক্কেলপুরে তুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

ফ্যাসিস্ট সরকার ১৭ বছর খুন গুমের রাজত্ব কায়েম করেছিল : কাজী রফিকুল ইসলাম

দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু : নারকেলের নাড়ু না থাকলে যেন জমেই না পূজার ভোজ