ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদী গ্রেপ্তার

চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদী গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফেনীর সদর থানাধীন লালপুল এলাকা থেকে র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ফজলুল করিম সাঈদী (৫২) কক্সবাজারের চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের স্টেশন পাড়ার মৃত ইছহাক কন্ট্রাক্টরের ছেলে।

আরও পড়ুন

র‌্যাব সূত্রে জানা যায়, চকরিয়া থানায় গত ৯ নভেম্বর সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদের গাড়ি বহরে হামলা এবং ১৩ নভেম্বর নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলা হয়। এসব মামলার অন্যতম আসামি ফজলুল করিম সাঈদী। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা নজরদারির মাধ্যমে জানা যায়, তিনি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এরপর র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর যৌথ আভিযানিক দল ফেনীর লালপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 র‌্যাব-১৫ এর সিনিয়র সহাকরী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন,  ফজলুল করিম সাঈদীকে চকরিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযানে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোতার ২০ নম্বর জার্সি অবসরে পাঠাল লিভারপুল

বিএনপিকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে : ড. মঈন খান

মিটফোর্ডের ঘটনা ব্যবসা-বাণিজ্য ও চাঁদাবাজিকে কেন্দ্র করে : র‌্যাব

ইতিহাস গড়ে প্রথমবার টি-২০ বিশ্বকাপে ইতালি

গাজায় দেড় মাসে ত্রাণ নিতে যাওয়া প্রায় ৮শ’ ফিলিস্তিনিকে হত্যা

সাবেক আইজিপি মামুনকে ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে : ট্রাইব্যুনালের আদেশ প্রকাশ