ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে জুয়েলারি দোকান থেকে ১০ ভরি স্বর্ণালংকার ও ৪শ’ ভরি রুপা চুরি

সিরাজগঞ্জের শাহজাদপুরে জুয়েলারি দোকান থেকে ১০ ভরি স্বর্ণালংকার ও ৪শ’ ভরি রুপা চুরি। প্রতীকী ছবি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার মনিরামপুর বাজারে ঐশী জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে। প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও ৪শ’ ভরি রুপা চুরি হয়েছে। থানায় অভিযোগ দায়ের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন।

জানা গেছে, আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটা নাগাদ পৌর এলাকার মনিরামপুর বাজারের ঐশী জুয়েলার্স এর দোকান ঘরের তালা ভেঙে ঘরের ভেতর থেকে প্রায় ১০ভরি স্বর্ণালঙ্কার ও ৪শ’ ভরি রুপার গহনা নিয়ে যায়। চুরি করে পালানোর সময় চোর দোকানে নতুন তালা লাগিয়ে দিয়ে যায়। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ আছলাম আলীর নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে সিসি ফুটেজে দেখা যায়, সকালে মুখোশ পরে এক ব্যক্তি দোকান ঘরে প্রবেশ করে তার ড্রয়ার ও শোকেস থেকে সোনা ও রুপা নিয়ে যায়।  দোকানের মালিক রিংকু কুমার পাল জানান, সকালে দেখি দোকানে নতুন তালা লাগানো। এসময় বণিক সমিতি ও থানা পুলিশকে খবর দেই।

আরও পড়ুন

পরে দোকান খুলে দেখা যায়, সোনা ও রুপার সব কিছুই নিয়ে গেছে। এতে তার ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। থানার ওসি জানান, ঘটনাটি ঘটেছে সকালে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদিকে ইদানিং শাহজাদপুরে ব্যাপক চুরির ঘটনা ঘটছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪১তম সভা অনুষ্ঠিত

যমুনা ব্যাংক ও নাজিমগড় রিসোর্টস এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

এনসিসি ব্যাংক এর সাথে ফিনকোচ বাংলাদেশের চুক্তি স্বাক্ষর 

ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে : গণসংযোগে সাবেক এমপি সিরাজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৩ বাংলাদেশি গ্রেফতার

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা