বগুড়ায় ১০ দিনব্যাপী বিসিক মেলায় কোটি টাকার পণ্য বিক্রি

স্টাফ রিপোর্টার : বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল মাঠ চত্বরে আয়োজিত বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠান আজ রোববার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। বিসিক জেলা কার্যালয়ের উপ মহব্যবস্থাপক এ কে এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা।
বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ সাইরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব বিসিক বগুড়ার উপব্যবস্থাপক জিন্নাত আরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেরদৌস ওয়াহিদ সুমন।
আরও পড়ুন১০ দিন ব্যাপি এই মেলায় মোট ৭০ টি স্টল ছিলো। বগুড়াসহ অন্য জেলা থেকে আগত উদ্যোক্তাগণ এই স্টল সমূহে তাদের উৎপাদিত পণ্য প্রদর্শণ ও বিক্রয় করেছেন। ১০ দিনের মেলায় প্রায় এক কোটি ৬ লাখ টাকার পণ্য বিক্রি হয়েছে এবং পঞ্চান্ন লাখ টাকার পণ্যের অর্ডার পাওয়া গেছে।
মন্তব্য করুন