ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ গেল তরুণের

চট্টগ্রামের পটিয়ায় পল্লীবিদ্যুৎ সমিতির ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল হাকিম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

হাকিম উপজেলার কুসুমপুরা ইউনিয়নের আহমদ চৌধুরী বাড়ির মৃত নুরুল আলমের ছেলে।

জানা গেছে, উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শাহজাহানের বাড়ির পশ্চিম পাশে একটি পল্লীবিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক খুঁটিতে ট্রান্সফরমার রয়েছে। স্থানীয়দের ধারণা ট্রান্সফরমার চুরি করতে গতকাল রাতে নুরুল হাকিম খুঁটিতে উঠেছিলেন। সকালে স্থানীয়রা ওই খুঁটির নিচে হামিককে মৃত অবস্থায় দেখতে পান এবং ট্রান্সফরমারের উপরের অংশ খোলা অবস্থায় দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হয়।

আরও পড়ুন


কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোহাম্মদ ওসমান জানান, নুরুল হাকিম অস্বাভাবিকভাবে এলাকায় চলাফেরা করতেন। বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে সে মারা গেছে।

এসআই মোশাররফ হোসেন জানান, ঘটনাস্থল থেকে হাকিমের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে কষ্টার্জিত জয় বায়ার্নের

রহস্যঘেরা পোস্ট ঐন্দ্রিলার!

শেষ মুহূর্তের গোলে স্বস্তির জয় ম্যানইউ’র

নারায়ণগঞ্জে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না নয়াদিল্লি : ভারতীয় বাণিজ্যমন্ত্রী 

ধোনিকে ভারত দলে যুক্ত করতে চায় বিসিসিআই