ভিডিও শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সিরিয়ার আরও ২০টি স্থাপনা গুঁড়িয়ে দিলো ইসরায়েল

সিরিয়ার আরও ২০টি স্থাপনা গুঁড়িয়ে দিলো ইসরায়েল, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার বাশার সরকারের পতনের পর দেশটির তথ্য প্রযুক্তি খাতের আনুমানিক ২০টি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। রোববার (১৫ ডিসেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

খবরে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো রাতভর সিরিয়ার আইটি স্থাপনায় সিরিজ হামলা চালিয়েছে। বিভিন্ন গোষ্ঠী যেন এসব আইটি স্থাপনা থেকে সুবিধা নিতে না পারে-তাই এসব ধ্বংস করা হয়েছে। রাজধানী দামেস্ক থেকে শুরু করে সুয়েইডা, মাসিয়াফ, লাতাকিয়া এবং তারতাসে বিভিন্ন আইটি স্থাপনা হামলা চালিয়েছে ইসরায়েল। ডেইলি মারিভের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ান আর্মির অবশিষ্ট শক্তি ধ্বংস করতে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে। 

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, সিরিয়ান আর্মির সম্পদ গুঁড়িয়ে দিতে ইসরায়েলি বাহিনী অভিযান অব্যাহত আছে। ইসরায়েলি বাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, আসাদের পতন যখন ঘনিয়ে আসছিল তখনই সিরিয়ায় হামলা জোরদারের সিদ্ধান্ত নেয় ইসরায়েল। ওই কর্মকর্তা বলেছেন, আমাদের লক্ষ্য হচ্ছে সিরিয়ার আর্মির কৌশলগত সম্পদ ধ্বংস করা যেন এসব হিজবুল্লাহ বা অন্যান্য উগ্রপন্থী গোষ্ঠীর হাতে না যায়। 

আরও পড়ুন

বিদ্রোহী গোষ্ঠীর ঝড়ো আক্রমণের মুখে মাত্র ১২ দিনের মাথায় গত ৮ ডিসেম্বর আসাদ শাসনের পতন ঘটে। এরপর থেকে সিরিয়ায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এছাড়া অধিকৃত গোলান মালভূমির কাছে বাফার জোনও দখলে নিয়েছে ইসরায়েল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে না আছে পরিবর্তন, না আছে সংস্কার: উমামা ফাতেমা

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা আটক

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জড়ানো সেই আইএস নেটওয়ার্ক ভেঙে দিলো পুলিশ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় ট্রাক ড্রাইভার ও হেলপার সহ নিহত ২ ,আহত ১

মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাবাকে হত্যা

গোলাম মাওলা রনি মিথ্যাচার ও বিভ্রান্তির উৎস হয়ে উঠেছেন: প্রেস সচিব