ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ২

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ২

লক্ষ্মীপুর-রামগতি সড়কের জমিদার হাট এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কায় নাছিমা আক্তার (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন।

আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাছিমা আক্তার রামগতি উপজেলা চরসীতা এলাকার আবদুল বারেকের স্ত্রী। আহতরা হলেন- নিহত নারীর বড় বোন ফারজানা আক্তার ও অটোরিকশা চালক। তবে গুরুতর আহত ফারজানা আক্তারের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে রামগতি উপজেলার চরসীতা এলাকার বাবার বাড়ি থেকে অটোরিকশা যোগে স্বামীর বাড়ির দিকে যাচ্ছিলেন নাছিমা আক্তার ও ফারজানা আক্তারসহ দুই বোন। অটোরিকশাটি জমিদারহাট এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে মারা যান নাছিমা আক্তার। এসময় অটোরিকশা চালক ও নিহতের বোন ফারজানা আক্তার গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হওয়ায় ফারজানা আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নাছিমা আক্তারের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কমলাশীষ বলেন, হাসপাতালে নেওয়ার আগে নাছিমা আক্তারের মৃত্যু হয়েছে। অন্য আহতদের মধ্যে ফারজানা আক্তারের অবস্থায় আশঙ্কাজনক। তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, নিহত নারীর মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফন করতে কোনো অসুবিধা নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি হেরোইন মামলায় দু’জনের যাবজ্জীবন

নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ঐকমত্য কমিশনে জামায়াতের প্রস্তাব | Daily Karatoa

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘মুক্তির পাঠাগার ‘ স্থাপন

শাকিবের সঙ্গে ছবি পোস্ট করে কিসের ইঙ্গিত মিষ্টি জান্নাতের

বগুড়ায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার