ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

বগুড়ার সান্তাহারে নভেম্বর মাসে ৪৫ দিনের শিশুর জন্মনিবন্ধন করায় পুরস্কৃত হলেন ৪৮ জন মা

বগুড়ার সান্তাহারে নভেম্বর মাসে ৪৫ দিনের শিশুর জন্মনিবন্ধন করায় পুরস্কৃত হলেন ৪৮ মা। ছবি : দৈনিক করতোয়া

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : গত নভেম্বর মাসে বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভা থেকে ৪৫ দিনের মধ্যে শিশুর জন্মনিবন্ধন করায় ৪৮জন শিশুর গর্ভধারিনীকে পুরস্কৃত করা হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর) বেলা ১২টায় সান্তাহার পৌরসভা চত্বরে অনুষ্ঠানটির আয়োজন করে পৌর কর্তৃপক্ষ।

এ সময় সান্তাহার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারীর সঞ্চালনায় এক আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার স্থানীয় সরকারের উপ পরিচালক মাসুম আলী বেগ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য বিভাগের ডাক্তার মোহসীন আলম।

আরও পড়ুন

আলোচনা সভা শেষে অতিথিরা সান্তাহার পৌরসভা থেকে গত নভেম্বর মাসে ৪৫ দিনের মধ্যে শিশুর জন্মনিবন্ধন নিশ্চিত করা ৪৮জন মায়ের হাতে পুরস্কার তুলে দেন। সেই সাথে তাঁরা পৌর এলাকার সকল শিশুর জন্মের এক মাসের মধ্যে জন্মনিবন্ধন নিশ্চিত করতে উদ্বুদ্ধ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার পলাশবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নড়াইলে রাতে নিখোজ পরে বিলে মিলল রক্তাক্ত মরদেহ

আপ বাংলাদেশে আহ্বায়ক কমিটিতে পদ পেলেন যারা

নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচে ফেলে যাওয়া মাংস দেখতে উৎসুক জনতার ভিড়

পাবনার সাঁথিয়ায় বাঙ্গি চাষে সাফল্য দেখছেন কৃষকরা

জুলাইয়ের নতুন সংগঠন ‘আপ বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ