ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

কেরানীগঞ্জে ১৫ লাখ টাকার ফেনসিডিলসহ গ্রেফতার ২

কেরানীগঞ্জে ১৫ লাখ টাকার ফেনসিডিলসহ গ্রেফতার ২

ঢাকার কেরানীগঞ্জের মডেল এলাকা থেকে আনুমানিক ১৫ লাখ টাকা সমমূল্যের ৪৮৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় একটি মাদক বহনে ব্যবহৃত মাইক্রোবাসও জব্দ করা হয়।

গতকাল সোমবার (০৯ ডিসেম্বর) র‌্যাব-১০ এর অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনি. সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।

র‌্যাব-১০ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্যের চালান নিয়ে মাইক্রোবাসে ঢাকার কেরানীগঞ্জ মডেল এলাকার উদ্দেশ্যে রওনা করেছে।

উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালায়। অভিযানে র‌্যাব কেরানীগঞ্জের বেউতা এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এবং সন্দেহজনক গাড়ি তল্লাশি করতে থাকে। তল্লাশির একপর্যায়ে আনুমানিক ৫টা ১০ মিনিটে মাইক্রোবাসটি র‌্যাবের চেকপোস্টের সামনে পৌঁছানো মাত্র কর্তব্যরত র‌্যাব সদস্যরা মাইক্রোবাসটিকে সিগন্যাল দিয়ে থামায়।

আরও পড়ুন

 
 

সেসময় র‌্যাব সদস্যরা ওই মাইক্রোবাসে থাকা দুই আরোহীকে জিজ্ঞাসাবাদ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে, তাদের মাইক্রোবাসে ফেনসিডিল আছে। পরবর্তীতে কর্তব্যরত র‌্যাব সদস্যরা তল্লাশি করে গ্রেপ্তার আসামিদের দেখানো ও বের করে দেওয়া তিনটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভিতরে রক্ষিত আনুমানিক ১৪ লাখ ৬৭ হাজার টাকা সমমূল্যর ৪৮৯টি ফেনসিডিলের বোতলসহ দুজনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার আসামিদের নাম মমতাজ বেগম (৩৭), স্বামী-মো. নুরুজ্জামাল ও মো. নুরুজ্জামাল (৪০), পিতা-মৃত আক্কাছ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ পন্থায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে কেরানীগঞ্জ মডেলসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে : গণসংযোগে সাবেক এমপি সিরাজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৩ বাংলাদেশি গ্রেফতার

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

গাইবান্ধার সাঘাটায় বালু ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা

নওগাঁয় গাঁজাসহ গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন