চাঁপাইনবাবগঞ্জ সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শহর, জেলার শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় গতকাল সোমবার পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৪ জন নিহত ও ১জন গুরুতর আহত হয়েছেন। আহতকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নিহতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঠাকুর যৌবন দিগ্রাম ধোঁয়াপাড়া এলাকার মো. আনসারের ছেলে ব্যবসায়ী মো. রাজু (৩০), জেলার শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের কালীনগর লক্ষীপুর গ্রামের কৃষক মিজানুর রহমান (৪৭) ও তার ছেলে শিবগঞ্জের কানসাট সোলেমান মিয়া ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী মো. সাগর (২০) এবং জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরের পাথরপূজা গ্রামের মৃত খোদাবক্সের ছেলে ব্যাটারিচালিত রিকশাভ্যান চালক মো.বাবব (২৮)। পুলিশ, ফায়ার সার্ভিস, হতাহতদের স্বজন, স্থানীয় ও হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।
আরও পড়ুনমন্তব্য করুন