ভিডিও বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

সীমান্তে বজ্রাপাতে বিজিবি সদস্যের মৃত্যু

সীমান্তে বজ্রাপাতে বিজিবি সদস্যের মৃত্যু, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বজ্রাপাতে বিজিবি’র টহলদলের এক সদস্যের মৃত্যু হয়েছে। এসময় টহল দলে থাকা বিজিবি সদস্য ও এক আনসার সদস্যসহ কমপক্ষে পাঁচ জন আহত হন বলে জানা গেছে। বুধবার (১৪ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী-ধর্মপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াদ হোসেন (৩২) জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপি’র সিপাহি ছিলেন। তিনি নেত্রকোনা জেলার আটাপাড়া উপজেলার দিয়ারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে বলে জানা গেছে। আহত বিজিবি সদস্য হলেন-হাবিলদার জসিম (৫২), সিপাহি নাদিম (২৮), সিপাহি শাহীন (২৮) ও আনসার সদস্য ফেরদৌস হোসেন (৩৬)। আহত আরেকজনের নাম জানা যায়নি।

বিজিবি ও সীমান্ত সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টায় রৌমারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ১০৫৬ এলাকার ছাটকড়াইবাড়ী-ধর্মপুর সীমান্তে টহল দিচ্ছিল বিজিবির একটি দল। এসময় বৃষ্টি ও বজ্রঝড় শুরু হলে তারা একটি টিনশেডে আশ্রয় নেন। সেখানে আকস্মিক বজ্রাঘাত হয়। এতে ছয় জন আহত হন। দ্রুত তাদের রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিজিবি সদস্য রিয়াদ হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত অপর সদস্যদের মধ্যে গুরুতর দুই জনকে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

বিজিবি দাঁতভাঙ্গা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল হালিম বজ্রাঘাতে টহল সদস্যদের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও মৃত্যুর বিষয়ে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছেন। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে খামার থেকে লুটে নেয়া গরু উদ্ধার, গ্রেপ্তার ২

নির্বাচনের নাম শুনলেই বর্তমান সরকারের গা জ্বলে : মির্জা আব্বাস

 হবিগঞ্জে সাপের কামড়ে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

নির্বাচন কমিশনের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

প্রতীক্ষা শেষে পরপর দু’দিন দুই চ্যানেলে গাইবেন টুশি

‘অশিক্ষিত এমডি’তে মোশাররফ করিমের সঙ্গে শাকিলা পারভীন