রৌমারী সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে বিজিবি সদস্যের মৃত্যু, আহত ৫

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে জামালপুর-৩৫ বিজিবির এক সদস্যের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৫ জন। খবর পেয়ে আজ বৃহস্পতিবার জামালপুর ৩৫ ব্যাটালিয়নের লে. কর্নেল হাসানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। গত বুধবার দিনগত রাত সোয়া ১২ টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী-ধর্মপুর সীমান্তে ১০৫৬-৮ এস পিলারের সন্নিকটে এ ঘটনাটি ঘটে।
মৃত্যু ওই বিজিবি সদস্য জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপির সিপাহি ছিলেন। তিনি নেত্রকোনা জেলার আটাপাড়া উপজেলার দিয়ারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে রিয়াদ আহম্মেদ (৩২) বলে জানা গেছে।
অপরদিকে আহতরা হলেন- বিজিবি সদস্য হাবিলদার মো. জসিম উদ্দিন (৫২), সিপাহি নাদিম (২৮), সিপাহি শাহীন আলম (২৮) ও আনসার সদস্য ফেরদৌস হোসেন (৩৬)। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শাহীন ও নাদিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্য দুইজনকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
বিজিবি, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দিনগত রাত সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক সীমান্ত ১০৫৬-৮ এস পিলারের সন্নিকটে ছাটকড়াইবাড়ী-ধর্মপুর সীমান্তে এলাকায় দাঁতভাঙ্গা ক্যাম্পের একদল বিজিবির সদস্য টহলরত অবস্থায় ছিলেন। এসময় ঝড় হাওয়া ও বজ্রপাত শুরু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে গেলে রিয়াদ হোসেনকে কর্তব্যরত চিকিৎক মৃত্যু ঘোষণা করেন।
আরও পড়ুনউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নবিউল ইসলাম জানান, বজ্রপাতের শিকার হয়ে এক বিজিবি সদস্যকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গুরুতর আরও দুই বিজিবি সদস্যের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। বাকিদের রৌমারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন