ভিডিও শুক্রবার, ১৬ মে ২০২৫

গণহত্যাকারী ইসরায়েরের সঙ্গে কোনো বাণিজ্য নয় : স্পেনের প্রধানমন্ত্রী

গণহত্যাকারী ইসরায়েরের সঙ্গে কোনো বাণিজ্য নয় : স্পেনের প্রধানমন্ত্রী, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলকে প্রথমবারের মতো ‘গণহত্যাকারী রাষ্ট্র’ বলে আখ্যা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বিশ্বের একমাত্র এই ইহুদি রাষ্ট্রের সঙ্গে স্পেনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার পার্লামেন্ট অধিবেশনে স্পেনের কাতালান রাজ্যের এমপি গ্যাব্রিয়েল রাফিয়ান ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান রক্তক্ষয়ী সামরিক অভিযানের তীব্র নিন্দা জানান। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের জন্য সানচেজের নেতৃত্বাধীন সরকারের সমালোচনাও করেন তিনি। সমালোচনার প্রতিক্রিয়ায় নিজ বক্তব্যে সানচেজ বলেন, আমি এখানে একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, জনাব রাফিয়ান-একটি গণহত্যাকারী রাষ্ট্রের সঙ্গে আমরা আর বাণিজ্যিক সম্পর্ক রাখছি না। (ইসরায়েরের সঙ্গে) কোনো বাণিজ্য হবে না।

এমপি গ্যাব্রিয়েল রাফিয়ান স্পেনের বামপন্থি রাজনৈতিক দল সুমার পার্টির একজন নেতা। এই দলটির সঙ্গে জোট রয়েছে সানচেজের নেতৃত্বাধীন স্প্যানিশ সোস্যালিস্ট ওয়ার্কার্স পার্টির। স্পেনের বর্তমান উপপ্রধানমন্ত্রী ইয়োলান্দা দিয়াজ সুমার পার্টির শীর্ষ নেতা। সরকারি সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেছে স্পেন। তবে বুধবারেই এই তথ্য প্রথম জনসমক্ষে আনলেন সানচেজ। 

আরও পড়ুন

এদিকে ইসরায়েলি বিভিন্ন সংবাদামাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের বুধবারের মন্তব্যের পর বৃহস্পতিবার ইসরায়েলে কর্মরত স্পেনের রাষ্ট্রদূত আনা সলোমনকে তলব করে কড়া বার্তা দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র : আনাদোলু এজেন্সি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম কারাগারে কেএনএফ সদস্যের মৃত্যু

স্ত্রীসহ সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মিমের অন্যরকম সময়

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ-বিক্রি নিষিদ্ধ

বগুড়া ডায়াবেটিক হাসপাতালে আ’লীগ নেতার রুমে তালা