সুদানে কিন্ডারগার্টেনে আরএসএফ’র হামলায় ৪৬ শিশুসহ নিহত শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক : সুদানের দক্ষিণ করদোফানে দেশটির আধা সমারিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় ৪৬ শিশুসহ ১১৬ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
করদোফান রাজ্যের কালোগি এলাকার নির্বাহী পরিচালক শনিবার আল জাজিরাকে বলেন, নিহতদের মধ্যে একটি কিন্ডারগার্টেনে পড়ুয়া ৪৬ শিশু রয়েছে। সরকার সমর্থিত সুদান সশস্ত্র বাহিনীর (এসএএফ) দুটি সামরিক সূত্র আল জাজিরাকে জানিয়েছে, আরএসএফ বৃহস্পতিবার কিন্ডারগার্টেনে হামলা চালিয়েছে। হত্যাকাণ্ডের পর সহায়তায় এগিয়ে আসলে জড়ো হওয়া বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে আবার হামলা চালায়। সূত্রগুলো আরও জানায়, শহরের হাসপাতাল ও একটি সরকারি ভবনেও বোমা হামলা চালানো হয়েছে।
আরও পড়ুনপ্রতিবেদনে বলা হয়, এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় হতাহতের সঠিক খবর জানা কঠিন হয়ে পড়েছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সুদানে নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট শুক্রবার এক বিবৃতিতে বলেন, ‘স্কুলে শিশুদের হত্যা করা শিশু অধিকারের চরম লঙ্ঘন। তিনি আরও বলেন, শিশুদের কখনই সংঘাতের মূল্য চোকানো উচিত নয়। তিনি সব পক্ষের প্রতি ‘অবিলম্বে এই হামলা বন্ধের আহ্বান জানান।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








