ভিডিও রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৩:১৭ দুপুর

পশ্চিম তীরে কোন ধরনের সংযুক্তিকরণ মেনে নেয়া যায় না : জার্মানি

পশ্চিম তীরে কোন ধরনের সংযুক্তিকরণ মেনে নেয়া যায় না : জার্মানি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার যে আলোচনা ইসরায়েলি রাজনীতিতে বারবার উঠছে, সে বিষয়ে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। জর্ডান সফরে গিয়ে এই সতর্কবার্তা দেন তিনি। 

তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ বন্ধ করে দেয়ার মতো কোনও পদক্ষেপই গ্রহণযোগ্য নয়। ইসরায়েল যেন দখলকৃত পশ্চিম তীর নিজেদের সঙ্গে যুক্ত করার কোনও পদক্ষেপ না নেয়। জর্ডানের বন্দরনগরী আকাবায় দেশটির বাদশাহ দ্বিতীয় আবদুল্লার সঙ্গে বৈঠকের সময় চ্যান্সেলর মের্জ বলেন, পশ্চিম তীরের পরিস্থিতি আমাদের নজর থেকে সরিয়ে দেয়া চলবে না। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ খোলা রাখতে হবে। তাই পশ্চিম তীরে কোনও ধরনের সংযুক্তিকরণ মেনে নেয়া যায় না।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারে থাকা অতিকট্টর ও ডানপন্থি নেতারা দীর্ঘদিন ধরেই দখলকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার পক্ষে অবস্থান নিয়ে আসছেন। যদিও ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের অংশ হিসেবে এ অঞ্চলকে দাবি করে থাকে। মের্জ বলেন, আমরা এমন একটি নতুন আঞ্চলিক ব্যবস্থার ভিত্তি গড়ে তুলতে সাহায্য করতে চাই, যেখানে ইসরায়েলি, ফিলিস্তিনি ও আরব প্রতিবেশীরা দীর্ঘস্থায়ী শান্তি, স্বাধীনতা ও নিরাপত্তার মধ্যে বসবাস করতে পারে। তিনি আবারও জার্মানির দুই রাষ্ট্রভিত্তিক সমাধান সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং বলেন, শান্তি আলোচনা দ্রুতই শুরু হওয়া উচিত।

আরও পড়ুন

এদিকে গাজা ইস্যুতে শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর। মের্জ বলেন, গাজায় দুই মাস ধরে যুদ্ধবিরতি ফলে পরিস্থিতি স্থিতিশীল আছে, এতে আমরা স্বস্তি পাই। তবে এখন আমাদের দ্বিতীয় ধাপে প্রবেশে সফল হতে হবে। তিনি বলেন, এর অংশ হিসেবে গাজার বেসামরিক জনগণের এখনও বিপজ্জনক মানবিক পরিস্থিতি দ্রুত উন্নত করতে হবে। শীতের আগেই আরও বেশি মানবিক সহায়তা জরুরি।

পরে শনিবার দুপুরে লোহিত সাগর উপকূলে অবস্থিত আকাবায় বৈঠক শেষে মের্জ ইসরায়েলে পৌঁছান। এদিনই সন্ধ্যায় পশ্চিম জেরুজালেমে ইসরায়েলের প্রেসিডেন্ট হারজগের সঙ্গে তার বৈঠক হয়। রোববার তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন। খবর : টিআরটি ওয়ার্ল্ড

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিম তীরে কোন ধরনের সংযুক্তিকরণ মেনে নেয়া যায় না : জার্মানি

২০২৬ ফুটবল বিশ্বকাপের সূচি প্রকাশ

শান্তি আলোচনা বন্ধ, ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার

পুচকে লিডসের সাথেও এমন দশা লিভারপুলের

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

শিক্ষকতা থেকে অবসর নেয়া মুক্তিযোদ্ধা দম্পতির করুণ পরিণতি