কুষ্টিয়া শহরে দায়িত্বরত অবস্থায় নাজমুল হোসেন (৪৮) নামে ট্রাফিক পুলিশের এক সদস্যকে মারধর করার অভিযোগ উঠেছে দুই নারীর বিরুদ্ধে।
আজ সোমবার (৯ ডিসেম্বর) সকালের দিকে কুষ্টিয়া শহরের রেলস্টেশন মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ সদস্যকে মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ঘটনাস্থলের পাশে থাকা একটি দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই ট্রাফিক পুলিশের সদস্য নাজমুল হোসেন দাঁড়িয়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় একজন নারী তড়িঘড়ি করে এসে আচমকা তাকে চড়থাপ্পড় মারতে থাকেন। এর কিছুক্ষণ পর আরও একজন নারী এসেও মারধর শুরু করেন এবং মোবাইলে ভিডিও ধারণ করতে থাকেন। একপর্যায়ে দুই নারী তাদের জুতা দিয়ে পেটাতে থাকেন। স্থানীয়রা ছুটে এসে দুই নারীকে থামতে বলেন এবং ট্রাফিক পুলিশকে ঘটনাস্থল থেকে সরে যেতে বলেন।
বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) সাজ্জাদ হোসেন বলেন, “সকালে দুই নারী ট্রাফিক পুলিশের ওই সদস্যকে মারপিট করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।” হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
আরও পড়ুনএ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, “ট্রেনের সিগন্যাল পড়েছিল। তবে ওই দুই নারী সিগন্যাল উপেক্ষা করে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করে, সেখানে ট্রাফিক পুলিশ বাধা দিলে বাগ্বিতণ্ডা হয়। পরে ওই দুই নারী পথচারী ঘুরে এসে ট্রাফিক পুলিশকে ধাক্কা দেয় এবং মারধর করে। এরপর স্থানীয়রা এসে উভয়কে সরিয়ে দেয়। এ বিষয়ে ট্রাফিক কনস্টেবলকে ডেকেছি তার নিকট থেকে বিস্তারিত জেনে আমরা আইনগত ব্যবস্থা নেব।”
এখনও ওই দুই নারীর পরিচয় পাওয়া যায়নি, তাদের সন্ধান চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।