ভিডিও বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

আরেক মামলায় গ্রেফতার গান বাংলার তাপস

আরেক মামলায় গ্রেফতার গান বাংলার তাপস, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতার করা হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান এবং গায়ক-সুরকার-সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস। তবে তাকে নতুন করে গুলশান থানায় অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ সোমবার (৯ ডিসেম্বর) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি মামলায় রাজধানীর প্রগতি সরণি থেকে তাপসকে ৪ নভেম্বর গ্রেফতার করা হয়। মামলার তথ্য বিবরণী থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এসময় উত্তরা পূর্ব থানাধীন সেক্টর চার এর আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাইস্কুলের সামনে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এতে গুরুতর আহত হন ইশতিয়াক মাহমুদ। এ ঘটনায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়। কৌশিক হোসেন তাপস এ মামলায় ৯ নম্বর এজাহারনামীয় আসামি। এ মামলায় তাপসকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করে তার রিমান্ডের আবেদন জানানো হয়।

আরও পড়ুন

এদিকে তাপস এবং তার স্ত্রী ফারজানা মুন্নীর মামলাটি গুলশান থানায় তদন্তের আওতায় রয়েছে। আগামী ১ জানুয়ারির মধ্যে তাপসের বিরুদ্ধে মামলার তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার দিন ধার্য হয়েছে। বর্তমানে কৌশিক হোসেন তাপস কারাবাসে রয়েছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পেল আসামি গ্রেপ্তারের ক্ষমতা

আমার র‍্যাম্প এখন ঢাকা শহরের রাস্তাঘাট: পিয়া জান্নাতুল

কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় নিহত যুবলীগ নেতা

শ্রীদেবীকে মনে করালেন জাহ্নবী

আগামী ঈদের জন্য নাটকে অভিনয়ে ব্যস্ত অহনা

বগুড়ার নন্দীগ্রামে কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কাটার উৎসব পরিদর্শন করলেন ডিসি