ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় আদালত হাজতে আ’লীগ নেতা সফিককে পেটালো আসামিরা

বগুড়ায় আ’লীগ নেতা সফিক শোন এ্যারেস্ট, কোর্ট হাজতের বাথরুমে মারধরের অভিযোগ

স্টাফ রিপোর্টার : বগুড়ায় আদালত হাজতে বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সফিককে পিটিয়েছে হত্যা মামলার আসামিরা।  আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হাজতখানায় এ ঘটনা ঘটে।

আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কারাবন্দি আবু সুফিয়ান সফিককের হাজিরা ছিল। এজন্য তাকে কারাগার থেকে এনে আদালতে হাজিরা শেষে হাজতখানায় রাখা হয়। হাজতখানায় বিভিন্ন মামলার আরো বেশ কয়েকজন হাজতি আসামি অবস্থান করছিল। দুপুর দেড়টার দিকে আবু সুফিয়ান সফিকের হাতে থাকা পানির বোতল থেকে সাগর নামের হত্যা মামলার এক আসামির শরীরে পানি পড়ে।

এনিয়ে তাদের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে সাগর ও তার সহযোগী জলিলসহ ৪-৫ জন আসামি আবু সুফিয়ান সফিককে মারধর শুরু করে। পরে হাজতের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা আবু সুফিয়ান সফিককে অন্যত্র সরিয়ে রাখেন।

আরও পড়ুন

এদিকে কারাগারে নিয়ে যাওয়ার সময় আদালত চত্বরে আবু সুফিয়ান সফিক সাংবাদিকদের বলেন, পুলিশ পরিদর্শক মোসাদ্দেক হোসেনের নির্দেশে আমার ওপর হামলা করা হয়েছে। আমি হাজতখানার বাথরুমে আশ্রয় নিলে সেখানেও আমাকে মারধর করা হয়। পুলিশ হেফাজতে থাকার পরেও আমাকে নিরাপত্তা দিতে পারেনি।

মারধরের পর আমাকে চিকিৎসা না দিয়ে তড়িঘড়ি করে কারাগারে নিয়ে যাচ্ছে। সাগর, জলিলসহ চারজন আমার ওপর হামলা করেছে। তারা সকলেই হত্যা মামলার আসামি। এ ঘটনায় আমি মামলা করবো। আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমি হাজতখানায় গিয়ে আবু সুফিয়ান সফিকের সাথে কথা বলেছি। তাৎক্ষণিক বিষয়টি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। তিনি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন

আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদেরকে দায়িত্ব পালন করতে হবে : বিচারপতি শাহীন

জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নেই : ডা. এজেডএম জাহিদ হোসেন

বগুড়া-নওগাঁ মহাসড়কে দুপচাঁচিয়ায় উচ্ছেদকৃত জায়গায় বৃক্ষরোপণ

নওগাঁর রাণীনগরে ত্রিমোহনী হাটে বৃষ্টি নামলেই হাঁটু পানি

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সুন্দরগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল