ভিডিও বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

লালমনিরহাটে শ্রমিক ইউনিয়নের দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

লালমনিরহাটে শ্রমিক ইউনিয়নের দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫, প্রতীকী ছবি

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে মোটর শ্রমিক ইউনিয়নের দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ রোববার (৮ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, লালমনিরহাটে মোটর শ্রমিক ইউনিয়ন দীর্ঘ দিন কমিটিবিহীনভাবে চলছে। পুরাতন রেজিস্ট্রেশনভুক্ত সংগঠনটির নেতৃত্ব আছেন ওমর ফারুক বাবলু।

অন্যদিকে, শ্রমিক ইউনিয়নের নাম করে নতুন একটি সংগঠন দাঁড় করানোর চেষ্টা করেন কিছু শ্রমিক। নতুন গ্রুপটি নতুন করে সংগঠনের রেজিস্ট্রেশন করতে আবেদন করেন। যার পরিপ্রেক্ষিতে আজ রোববার (৮ ডিসেম্বর) সরেজমিনে তদন্তে আসার কথা ছিল কর্তৃপক্ষের। নতুন করে রেজিস্ট্রেশন না দিতে পুরাতন গ্রুপটি বাস টার্মিনালে মানববন্ধনের আয়োজন করে।

সেই মানববন্ধন শুরুর প্রাক্কালে নতুন গ্রুপের শ্রমিকরা তা প্রতিহত করার চেষ্টা করতে হামলা চালায় বলে জানা গেছে। এরপর শুরু হয় দুপক্ষের সংঘর্ষ, ইট-পাটকেল, ধাওয়া-পাল্টা ধাওয়া। ধাওয়া আর ইট-পাটকেল নিক্ষেপের ফলে একজন পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে সদর থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। আহতরা বিভিন্ন বেসরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নেন।

আরও পড়ুন

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, খবর পেয়ে বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। আহত পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আজ রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত কোন পক্ষই লিখিত অভিযোগ দেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাট-২ আসনে বিএনপির একাধিক প্রার্থী, অপর দিকে জামায়াতের রয়েছে একক প্রার্থী

বাংলাওয়াশের লক্ষ্যে ডাচদের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

দুই কেজি ১০০ গ্রাম ওজনের এক ইলিশের দাম ৬ হাজার টাকা

পাবনার চাটমোহরে মধুচক্রের মূলহোতা সাগর আটক

নারিকেলের বরফি তৈরির রেসিপি

মঞ্চের সামনে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ