জাতীয় সংসদ নির্বাচন
জয়পুরহাট-২ আসনে বিএনপির একাধিক প্রার্থী, অপর দিকে জামায়াতের রয়েছে একক প্রার্থী

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে আক্কেলপুর, কালাই, ও ক্ষেতলাল নিয়ে জয়পুরহাট- ২ আসন। এই আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে লড়াই হবে। এ আসনে বিএনপির হাফ ডজন প্রার্থী রয়েছে। প্রার্থীরা সভা সমাবেশ ও গণসংযোগ করে তাদের ভীত শক্ত করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন জয়পুরহাট -২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৫ হাজার ৯৭০ জন।
পুরুষ ভোটার ১ লাখ ৬৬ হাজার ৫৯৮ জন, নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৩৭৪ জন ও হিজড়া ভোটার ১ জন। তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি (২০২৩ ডিসেম্বর পরিসংখ্যান অনুযায়ী ভোটার সংখ্যা)। বর্তমানে বিএনপির ৬ জন প্রার্থী। কেউ মাঠে আবার কেউ মাঠের বাহিরে।
এ আসনে জামায়াতের একক প্রার্থী হলেন রাশেদুল আলম সবুজ। সবুজ জেলা জামায়াতের সহ সেক্রেটারি এবং আক্কেলপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। জামায়াত ও বিএনপি ছাড়া অন্য কোন দলের প্রার্থী সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। বিএনপির একাধিক সূত্রে জানা যায়, প্রার্থীর সংখ্যা বেশি হওয়াই বিপাকে পড়েছেন দলীয় নেতা কর্মীরা। কে, কাকে নিয়ে ভাবছেন কার পক্ষে কথা বলবেন এটা নিয়ে রয়েছে সংশয়। এ দিকে বেশ কিছু নেতা কিংবা কর্মী বিপাকে পড়েছেন।
আরও পড়ুননির্বাচনে বিএনপির মাঠ পর্যায়ে প্রার্থীরা রয়েছে তারা হলেন রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবাইদুর রহমান চন্দন, সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় জলবায়ু বিষয়ক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ, সাবেক ডিসি মো. আব্দুল বারী , বিশিষ্ট ব্যাবসায়ী ও প্রবাসী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্বাছ আলী, সাবেক ছাত্র নেতা ও বিশিষ্ট ব্যাবসায়ী নুর মোহাম্মদ রুবেল ও আগামী নির্বাচনে মনোনয়ন চাইবেন।
মন্তব্য করুন