ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

ছেলেকে গ্রেপ্তারের খবর শুনে বাবার মৃত্যু

ছেলেকে গ্রেপ্তারের খবর শুনে বাবার মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ছেলে কবির হোসেনকে পুলিশে গ্রেপ্তারের খবর শুনে বাবা আব্দুল জব্বার (৬৭) মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ছেলেকে গ্রেপ্তারের ১৫ ঘণ্টা পর মৃত্যু হয় বাবার। স্বজনদের অভিযোগ কবির হোসেনের বিরুদ্ধে কোনো ধরনের মামলা নেই। শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি করার কারণে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, একটি হত্যা মামলায় অজ্ঞাত নামা আসামি হিসেবে কবির হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত আব্দুল জব্বারের বাড়ি উপজেলার ধনুয়া গ্রামে। গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা কবির হোসেন (৩৫) আব্দুল জব্বারের ছেলে। কবির হোসেন গাজীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

নিহতের নাতিন মেহেদী হাসান বলেন, ‘গতকাল বুধবার দুপুর ২টার দিকে বাবা বাড়ির পাশে ফকির মার্কেটে একটি দোকানে বসে ছিল। সাদা পোশাকে কয়েকজন লোক এসে পুলিশ পরিচয়ে বাবাকে তুলে নিয়ে যায়। বিষয়টি আমার দাদি কদরজান দাদাকে জানান। জানানোর পরপরই দাদা সজোরে একটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। এরপর আর কোনো কথাবার্তা বলতে পারেনি। আজ সকালে দাদা মারা যান।’

আরও পড়ুন

 

নিহতের স্ত্রী কদরজান বলেন, ‘তোমরা আমার বাবাকে এনে দাও, স্বামীকে হারালাম। আমি কি নিয়ে থাকব। আমি কেন এমন খবর দিলাম। এই খবর শোনার পর স্বামী আমাকে কিছু না বলে চলে গেল। আমি বাড়িতে এসে কবিরের খবরটা দেওয়ার পরপরই জোরে একটি চিৎকার দেয়। এটিই শেষ চিৎকার।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, গ্রেপ্তারকৃত কবির হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি না হলেও তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের ফকির মার্কেট এলাকা হতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে দরিদ্র মানুষের দশ টাকার হাসপাতাল, দরিদ্র শিক্ষার্থীদের জন্য পরীক্ষা-নিরীক্ষা ফ্রি

দিনাজপুরের কাহারোলে ৯ হাজার ক্ষতিকর গাছের চারা ধ্বংস

নির্বাচনের আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বদ্ধপরিকর সরকার: উপ প্রেস সচিব

রাজনীতি শখের পেশা পয়সা কম: কঙ্গনা

নিরাপত্তা শঙ্কা থাকলে ভারতে দল পাঠাবে না পাকিস্তান

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার