বগুড়ার নন্দীগ্রামে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বিএনপি’র সমাবেশে হামলা ও ককটেল বিস্ফোরণের মামলায় মোস্তাফিজুর রহমান মোস্তা (৩৬) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোস্তাফিজুর উপজেলার ভাটগ্রাম এলাকার জিল্লুর রহমানের ছেলে। তিনি স্থানীয় যুবলীগের সক্রিয় নেতা।
থানার ওসি তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার কুমিড়া পন্ডিতপুকুর স্কুলমাঠে ভাটরা ইউনিয়ন বিএনপি’র সমাবেশে হামলার ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর দায়ের করা নাশকতা মামলায় মোস্তাফিজুর এজাহারনামীয় আসামি। গতকাল রোববার তাকে বগুড়ার আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন