মাস্টার্সে সিজিপিএ ৩.৯৮ পেয়ে প্রথম হলেন জবি শিবির নেতা

জবি প্রতিনিধি: সিজিপিএ ৪ এর মধ্যে ৩ দশমিক ৯৮ অর্জন করে মাস্টার্সে বিভাগে প্রথম হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের দাওয়াহ্ সম্পাদক মো. আরিফুল ইসলাম।
মঙ্গলবার (১৩ মে) ইসলামিক স্টাডিজ বিভাগের ফলাফল প্রকাশিত হলে এ তথ্য জানা যায়। এর আগে, একই বিভাগ থেকে স্নাতকেও ৩ দশমিক ৮৯ সিজিপিএ পেয়ে তিনি প্রথম স্থান অধিকার করেন।
মেধার স্বীকৃতিস্বরূপ মিশরের প্রখ্যাত আল আযহার বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন আরিফুল।
আরও পড়ুনপরীক্ষার ফলাফলের বিষয়ে অনুভূতি প্রকাশ করে আরিফুল ইসলাম বলেন, আলহামদুলিল্লাহ, অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার ধারাবাহিকতায় মাস্টার্সে ২য় সেমিস্টারে সিজিপিএ ৪.০০ পেয়ে (ওভারঅল ৩.৯৮) পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। আমার এই সফলতার পিছনে পিতামাতা,ভাই-বোন,পরিবার, পরিজন, আত্নীয়-স্বজন, সম্মানিত শিক্ষকমন্ডলী, বন্ধু-বান্ধব, অগ্রজ, অনুজ ভাই-বোন সহ বিশেষভাবে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সকল ভাইদের ভূমিকা অনেক যারা আমার একাডেমিক রেজাল্ট করার জন্য বারংবার অনুপ্রেরণা এবং উৎসাহ দিতেন। আমি সকলের নিকট চিরঋণী। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সৎ,দক্ষ এবং আদর্শ দেশপ্রেমিক হয়ে দ্বীন ইসলাম, দেশ ও দশের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারি।
মন্তব্য করুন