ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

বগুড়ায় আলোচিত নূর আলম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

বগুড়ায় আলোচিত নূর আলম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার। প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়ার শাহজাহানপুরে আলোচিত নুর আলম হত্যা মামলার প্রধান আসামি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতিসহ দুই আসামিকে আটক করে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে র‌্যাব ১২- বগুড়ার সদস্যরা খরনার দেশমা বাজার এলাকা থেকে তাদের আটক করে শাজাহানপুর থানায় হস্তান্তর করে।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার খরনা বড় দেশমা এলাকার আহাদ আলীর ছেলে খরনা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাছেদ আকন্দ (৪৬) ও একই এলাকার আফজাল হোসেনের ছেলে জহুরুল ইসলাম (৩৬)। বাছেদ এ হত্যা মামলার প্রধান আসামি ও জহুরুল ৪ নম্বর আসামি।

নিহতের স্বজনরা জানান, বগুড়ার র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা তাদের আটক করে শাজাহানপুর থানায় সোপর্দ করে। শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করে বলেন এই দুই আসামিকে আজ মঙ্গলবার (১৩ মে) আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত সোমবার রাত ১০ টার দিকে র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা তাদের থানায় হস্তান্তর করে।

আরও পড়ুন

নিহতের স্বজনরা আরও জানান, গত বছরের ৫ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নুর আলম  তার বন্ধু মিস্টারকে নিয়ে দেশমা বাজারে এসে উপস্থিত হয়। এ সময় সন্ত্রাসীরা নূর আলমকে কুপিয়ে এবং লোহার রড দিয়ে মাথা থেতলে করে তার মৃত্যু নিশ্চিত করে। এরপর নিহত নুর আলমের মা বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬/৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে সেনা-পুলিশের অভিযানে ১০টি মামলা দায়ের ৩২ হাজার টাকা জরিমানা

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে আইন পাস

ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

রাজশাহীতে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের মামলায় যুবক গ্রেফতার

সৌদি আরবে আজীবন থাকতে চান রোনালদো

এসি টানা কতক্ষণ চালানো নিরাপদ?