ভিডিও শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

গোপালগঞ্জে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে এক ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

আজ সোমবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রোমান মোল্যা ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের ফেলু কাজীর ছেলে লোকাল বাসের মালিক ইলিয়াস কাজী (৫৫) ও যশোরের মনিরামপুর এলাকার বাসিন্দা মাসুম মিয়া (৪৫)।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল হক জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা কাশিয়ানীর ব্যাসপুরেগামী মা এন্টারপ্রাইজের একটি লোকাল বাস গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস পিছন দিক থেকে লোকাল বাসটিকে সজোরে ধাক্কা দেয়। 

আরও পড়ুন

এতে লোকাল বাসটি সামনে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে চাপা দিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক মাসুম মিয়া নিহত ও বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। পরে খাদে পড়ে যাওয়া বাসের ভিতর থেকে ইলিয়াস কাজীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। মারাত্মক আহত তিনজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।

গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রোমান মোল্যা জানান, এ দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে ও ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘনীভূত হওয়ার শঙ্কা

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া

ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প

ব্যাটিং ব্যর্থতায় ফাইনালে যেতে পারল না বাংলাদেশ

ডাকসু নির্বাচন: ১৫ অভিযোগের জবাব দিয়েছে কমিশন, তদন্তে মূল ফোকাস ব্যালট পেপার ইস্যু

জয়ের জন্য বাংলাদেশ পেলো ১৩৬ রানের লক্ষ্য