ভিডিও শনিবার, ২৪ মে ২০২৫

এডেন উপসাগরে মার্কিন জাহাজে হামলা

এডেন উপসাগরে মার্কিন জাহাজে হামলা, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : এডেন উপসাগরে ট্রানজিট করার সময় মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) স্থানীয় সময় রোববার (১ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর : আল আরাবিয়া।

সেন্টকম বলেছে, ইউএসএস স্টকডেল (ডিডিজি ১০৬) এবং ইউএসএস ও'কেন (ডিডিজি ৭৭) এডেন উপসাগরে শনিবার ও রোববার ট্রানজিট করার সময় হুতি-চালিত অস্ত্রের একটি হামলা তারা সফলভাবে ঠেকিয়ে দিয়েছে। এসময় তারা তিনটি মার্কিন মালিকানাধীন বাণিজ্যিক জাহাজকে নিয়ে যাচ্ছিল। তবে এ হামলায় জাহাজের কোন ক্ষতি হয়নি। এছাড়া জাহাজের কর্মীরাও কেউ হতাহত হননি। সেন্টকম বলেছে, জাহাজ এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি জাহাজ-বিরোধী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এএসবিএম), তিনটি ওয়ান-ওয়ে অ্যাটাক আনক্রুড এরিয়াল সিস্টেম (ওডাব্লিউএ ইউএএস) এবং একটি অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল (এএসসিএম) সফলভাবে নিযুক্ত হয়। এর মাধ্যমে হুতিদের হামলা ঠেকিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর ফিলিস্তনিদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের হুতি যোদ্ধারা লোহিত সাগরে সামরিক ও বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে শুরু করে। সাধারণত ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত জাহাজে হামলা চালিয়ে আসছে যোদ্ধারা। এসব হামলার পর ওই রুটে জাহাজ চলাচলে বিরূপ প্রভাব পড়েছে। যদিও এসব আক্রমণের বিপরীতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ তাদের মিত্ররা যৌথভাবে হুতিদের ওপর হামলা চালিয়েছে। তবে এই হামলা যোদ্ধাদের দমাতে পারেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ বগুড়ার সমাবেশে

পাবনার চাটমোহরে নদী থেকে নিখোঁজ যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

লালমনিরহাটে ১২০ টাকায় চাকরি অনেকের চোখেই আবেগের অশ্রু

বগুড়ায় মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু রোববার

বৈঠকে যে তিন বিষয়ে রোডম্যাপ চেয়েছে এনসিপি

বর্তমানে বাংলাদেশকে বিক্রি করার ষড়যন্ত্র চলছে : ব্যারিস্টার ফুয়াদ