ভিডিও শনিবার, ১৯ জুলাই ২০২৫

লালমনিরহাটে ১২০ টাকায় চাকরি অনেকের চোখেই আবেগের অশ্রু

লালমনিরহাটে ১২০ টাকায় চাকরি অনেকের চোখেই আবেগের অশ্রু

লালমনিরহাট প্রতিনিধি : মাত্র ১২০ টাকার আবেদন ফি দিয়েই ঘুষ ও তদবিরমুক্ত এক স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া পেরিয়ে লালমনিরহাট জেলা পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন ১৭ তরুণ-তরুণী। গত বৃহস্পতিবার রাতে লালমনিরহাট পুলিশ লাইন্স মাঠে আয়োজন করা হয় ফলাফল ঘোষণা ও সংবর্ধনা অনুষ্ঠান। যেখানে পুলিশ সুপার তারিকুল ইসলাম নবনিযুক্ত সদস্যদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

পুলিশ ও পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে সুযোগ পাওয়াদের দাবি, এই নিয়োগের প্রতিটি ধাপেই ছিল কঠোর যাচাই ও নিরপেক্ষতা। পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে সুযোগ পাওয়া জাহিদ হাসান বলেন, ‘ছোটবেলা থেকেই নানির বাড়িতে থেকে বড় হয়েছি। জীবন কেটেছে অভাব-অনটনের মাঝে। আমার পরিবার কিংবা মামা সবসময় সাহস দিয়েছে। তাদের অনুপ্রেরণা আর নিজের চেষ্টা এই দুইয়ে ভর করেই আজ পুলিশে সুযোগ পেলাম।’

চূূড়ান্ত ফলাফলে নিজের নাম শুনে আবেগে কেঁদে ফেলেন পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে সুযোগ পাওয়া শাহ জালাল। তার বাবা আশরাফুল ইসলাম একজন বর্গাচাষি। অন্যের জমিতে চাষ করেই চলে তাদের সংসার।

চূড়ান্ত ফলাফল ঘোষণার পর গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে নিয়োগ সংক্রান্তে লালমনিরহাটের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকনির্দেশনা এবং আইজিপি মহোদয়ের নির্দেশ অনুযায়ী এবার আমরা শতভাগ স্বচ্ছতা বজায় রেখেছি। কোনো ধরনের তদবির, ঘুষ বা সুপারিশ এখানে স্থান পায়নি।’

আরও পড়ুন

পুলিশ অফিসার আরও বলেন,‘ আমরা চাই যোগ্য, সৎ ও মেধাবীরাই পুলিশের সদস্য হোক। আজকের এই ফলাফল তারই প্রমাণ। যারা নিয়োগ পেয়েছেন, তারা যেন সৎ থেকে দেশসেবায় আত্মনিয়োগ করেন, এটাই প্রত্যাশা।’

পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদের চূড়ান্ত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহাদত হোসেন, নিয়োগ বোর্ডের সদস্য এ.কে.এম ওহিদুন্নবী, লালমনিরহাট জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জ চলনবিলের হাট-বাজারে মাছ ধরার ফাঁদ চাই বিক্রির ধুম পড়েছে

বগুড়ার শিবগঞ্জে ২১৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

স্বৈরাচার প্রতিরোধ দিবসে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

নওগাঁর মান্দায় বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বিএনপি’র মৌন মিছিল কর্মসূচি পালন

গণঅভ্যুত্থান স্মরণে হাতিরঝিলে ড্রোন শো