ভিডিও বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় টিসিবির ২ টন চাল-ডাল জব্দ

কুমিল্লায় টিসিবির ২ টন চাল-ডাল জব্দ

কুমিল্লার মনোহরগঞ্জে টিসিবির দেড় টন চাল ও আধা টন ডাল অবৈধভাবে বিক্রিকালে জব্দ করেছে যৌথ বাহিনী। শুক্রবার (২৯ নভেম্বর) উপজেলার হাসনাবাদ বাজারের জুয়েল স্টোরের সামনে থেকে টিসিবির এসব পণ্য জব্দ করা হয়।

 

আজ শনিবার (৩০ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে হাসনাবাদ বাজারের জুয়েল স্টোরের মালিক মো. জুয়েল তার দোকানে টিসিবির চাল ও ডাল বিক্রি করছেন। খবর পেয়ে যৌথ বাহিনীর একটি দল ওই দোকানে গিয়ে অভিযান চালায়। এ সময় তার দোকান থেকে ১৫০০ কেজি চাল ও ৫০০ কেজি ডাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব পণ্য উদ্ধার করে হাসনাবাদ ইউনিয়ন পরিষদে রাখা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে দোকানের মালিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

 

আরও পড়ুন

অভিযুক্ত দোকানের মালিক মো. জুয়েল বলেন, বাইশগাঁও ইউপির টিসিবির ডিলার হুমায়ূনের কাছে আমি টাকা পাই। হুমায়ূন টাকা দিতে না পেরে টিসিবির চাল ও ডাল আমার দোকানে পাঠায়। এখানে আমার দোষ কি?

এ বিষয় অভিযুক্ত টিসিবির ডিলার হুমায়ুনের মোবাইলে একাধিকবার কল দিয়েও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, আটক পণ্যগুলো হাসনাবাদ ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম বলেন, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে বাংলা বিহার ও উড়িষ্যার দাবি করবে বাংলাদেশ

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা, যুবক নিহত

ঢাকায় সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

নবম-দশম শ্রেণির বই থেকে বাদ হচ্ছে ‘ফাদার অব দ্য নেশন’ অধ্যায়

এবার পাকিস্তান থেকে আসছে ২৫ হাজার টন চিনি

ম্যাচসেরা হয়ে বোলারদের প্রশংসা তাইজুলের