মুন্সীগঞ্জে বিকাশ গ্রুপের ৩ সদস্য অস্ত্রসহ গ্রেফতার
মুন্সীগঞ্জের শ্রীনগরে বাঘড়া এলাকা থেকে বিকাশ গ্রুপের ৩ সদস্য গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মধ্যরাতে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার বাঘড়া এলাকা থেকে একটি ওয়ান শুটার গানসহ রাহাত তালুকদার, বায়েজিদ তরিকুল ইসলাম নামে বিকাশ গ্রুপের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুনশ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাইয়ুমউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মন্তব্য করুন