ভিডিও শনিবার, ২৩ আগস্ট ২০২৫

পঞ্চগড়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

পঞ্চগড়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড, প্রতীকী ছবি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে সলেমান আলী (৫৪) নামে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড ও ১ লাখ টাকা অর্থদন্ড দেয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম রেজাউল বারী ওই দন্ডাদেশ দেন। আসামি সলেমান আলীর বাড়ি জেলার আটোয়ারী উপজেলার সুখ্যাতি এলাকায়।

আদালত সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ঘনিবিষ্টপুর এলাকার এন্তাজ আলী মেয়ে জোসনা বেগমের সাথে আটোয়ারী উপজেলার সুখ্যাতি এলাকার জমির উদ্দিনের ছেলে সলেমান আলীর বিয়ে হয়। ২০ থেকে ২২ বছর দাম্পত্য জীবনে তাদের তিন সন্তানের জন্ম হয়।

পারিবারিক বিভিন্ন বিষয় বিষয় নিয়ে সলেমান মাঝে মধ্যেই স্ত্রী জোসনাকে মারধর করতো। ২০১৮ সালের ১৭ মে পারিবারিক বিষয় নিয়ে আবারও তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সলেমান ক্রিকেট খেলার ব্যাট দিয়ে জোসনার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে মারা যান তিনি। পরে লেপ দিয়ে মরদেহ ঢেকে দরজার তালা দিয়ে পালিয়ে যায় সলেমান।

দুপুরে তাদের সন্তানরা বাড়ি ফিরে মাকে খুঁজে না পেয়ে এক পর্যায়ে তালা ভেঙে এই দৃশ্য দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে প্রেরণ করে। ওই দিনই জোসনার বড় ভাই সলেমান আলীকে আসামি করে আটোয়ারী থানায় হত্যা মামলা করেন।

আরও পড়ুন

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি এই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে ২৪ জন সাক্ষীর সাক্ষগ্রহণ ও ময়নাতদন্তের প্রতিবেদনসহ আইনি প্রক্রিয়া শেষে আদালত আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) আসামির উপস্থিতিতে চাঞ্চল্যকর এই মামলার রায় প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আদম সুফী বলেন, আমরা হত্যার ঘটনাটি সন্দেহাতিতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং বাদি ন্যায় বিচার পেয়েছে। আসামিপক্ষের আইনজীবী হাবিবুল ইসলাম হাবিব বলেন, আসামি চাইলে আমরা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে রাস্তার গাছ কেটে দু’দফায় ডাকাতির চেষ্টা

সিরাজগঞ্জের কাজিপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা গিয়াস উদ্দিন গ্রেফতার

তিস্তা নদীতে গোসল করতে নেমে এক শিক্ষার্থী নিখোঁজ

বগুড়া প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠান আগামী ৬ সেপ্টেম্বর

পূর্ণাঙ্গ সিলেবাসে ২০২৬ সালের এইচএসসি মে-জুনে

আইড় মাছ দো-পেয়াজা