ভিডিও রবিবার, ২৪ আগস্ট ২০২৫

যৌক্তিক সময়েই নির্বাচনের দিকে যেতে চায় সরকার : উপদেষ্টা আসিফ মাহমুদ

যৌক্তিক সময়েই নির্বাচনের দিকে যেতে চায় সরকার : উপদেষ্টা আসিফ মাহমুদ

কাউনিয়া ও পীরগাছা (রংপুর) প্রতিনিধি : অর্ধশতাব্দি পর গণঅভ্যুত্থানে যে সংস্কারের সুযোগ এসেছে, সেই সুযোগটা কাজে লাগিয়ে সেক্টরে সংস্কারের পর যৌক্তিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উনয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) রংপুরের কাউনিয়া উপজেলায় বিভিন্ন উন্নয়নমুলক নির্মাণ কাজের ফলক উম্মোচন ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, গণঅভ্যুত্থানে মানুষের যেই আঙ্খাকা, বাংলাদেশের স্বাধীনতার অর্ধশতাব্দি পর এই সংস্কারের সুযোগ এসেছে। সুযোগটা আমরা কাজে লাগাতে চাই। শহিদ এবং আহতদের ত্যাগকে বাস্তবায়নের মাধ্যমে দেশের সকল সেক্টরে সংস্কারের পর আমরা একটা  নির্বাচনের দিকে যেতে চাই।

সম্প্রতি রংপুরে সারের সংকট ও দাম বৃদ্ধি সংক্রান্ত  বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে  উপদেষ্টা বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর সারের বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়েছে। দেশে আপাতত সারের সংকট কোন নেই। রংপুরে ফসলের ভরা মওসুমে সারের যেন সংকট না হয় সেজন্য কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ে কথা বলবো রংপুরে পর্যাপ্ত সার বরাদ্দ দেওয়ার জন্য।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা আড়াইটায় হেলিকপ্টারযোগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কাউনিয়ায় আসেন। পরে উপজেলা পরিষদ হলরুমে  অসহায় ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ নজরুল ইসলাম,  উপদেষ্টার একান্ত সহকারী সচিব মো. মাহফুজার রহমান, ব্যক্তিগত অফিসার আব্দুল আহাদ, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিছুল ওহাব খাঁন, নির্বাহী প্রকৌশলী মো. মুসা, উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি প্রমুখ।

আরও পড়ুন

এর আগে সকালে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানাহাট কলেজ মাঠে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন প্রকার হস্তক্ষেপ, কোন প্রকার আঘাত এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র সহ্য করা হবে না। ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়া প্রসঙ্গে অতি দ্রুত বিকল্প ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল, পুলিশ সুপার শরিফ উদ্দিন, পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, সাংবাদিক সরকার মাজহারুল মান্নান, ছাওলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, ছাত্র সমন্বয়কের পক্ষে সামছুর রহমান সুমন, শহিদ মামুন মিয়ার বাবা আজগার আলী, শহিদ মঞ্জু মিয়ার স্ত্রী রহিমা বেগম, শহিদ সাইফুলের স্ত্রী রাণী বেগম প্রমুখ।

পরে উপদেষ্টা শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এবং পাওটানাহাট সাথী মজলিস পাবলিক লাইব্রেরীর বহুতল ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন ও তিস্তা নদীর ওপর উলিপুর-পীরগাছার মধ্যে ব্রিজ নির্মাণের জন্য পানিয়ালের ঘাট পরিদর্শন করেন। এছাড়াও তিনি পীরগাছা উপজেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুড়িগঙ্গা থেকে নারী-শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

সারোয়ার তুষারের শোকজ নোটিশ প্রত্যাহার, এনসিপিতে পুনর্বহাল

সরকারের যে আপত্তিতে পদত্যাগ করলেন ডাচ পররাষ্ট্রমন্ত্রী 

খালেদা জিয়ার সঙ্গে আজ দেখা করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার 

ডাকসু নির্বাচন : এজিএস পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পাঁচ প্রার্থী, কৌশল নাকি অসন্তোষ?