১৬ বছর লোক খুঁজে পাইনি, এখন মঞ্চে জায়গা নাই: দুলু

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত প্রায় ১৬ বছর বিএনপির মিছিলে লোক খুঁজে পাইনি। আর এখন এতো বিএনপি হয়েছে যে, মঞ্চে জায়গা পাওয়া যায় না।
তিনি বলেন, যারা আওয়ামী লীগের লোকের সঙ্গে হাত মিলিয়ে বিএনপির ওপর হামলা করেছে, তাদের যারা দলে নিয়ে আসবে, সেই সব নেতার ব্যবস্থা আগে করা হবে।
আজ শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে নাটোর সদরের তেবাড়িয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় দুলু বলেন, পাঁচ আগস্টের পরিবর্তনের পর অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতারা এসব ইন্ধন দিচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় সব রাজনৈতিক দলের ঐক্যর বিকল্প নেই।
আরও পড়ুননির্বাচিত জবাবদিহিমূলক সরকার না থাকলে দেশ সঠিকভাবে চলতে পারে না মন্তব্য করে তিনি বলেন, দেশ এখন সঠিকভাবে চলছে না। ঢাকার রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এই সরকারের মধ্যে এখনও আওয়ামী লীগের লোক রয়েছে। বিভিন্ন জায়গায় চুরি, ডাকাতি, ছিনতাই বেড়ে গেছে। তাই আমরা দ্রুত নির্বাচনের দাবি জানাই।
মন্তব্য করুন