ভিডিও বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

বগুড়াসহ কয়েকটি জেলায় আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তা জারি  

বগুড়াসহ কয়েকটি জেলায় আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তা জারি , ছবি: সংগৃহীত।

আজ শনিবার (১০ই মে) সকালে ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত এই মৌসুমের সবচেয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ সতর্ক বার্তায় জানানো হয়েছে। 

সতর্ক বার্তায় জানানো হয়েছে, বগুড়া,পাবনা ও এর পার্শ্ববর্তী এলাকায় মাঝারি থেকে প্রায় তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। চুয়াডাঙ্গা, যশোর, নড়াইল, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী নাটোর, কুষ্টিয়া, মেহেরপুর,  ও এর পার্শ্ববর্তী এলাকায় প্রায় তীব্র থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, নাটোর, বরিশাল, গোপালগঞ্জ, রাজবাড়ী, এর পার্শ্ববর্তী এলাকায় মাঝারি থেকে প্রায় তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

আরও পড়ুন

এছাড়াও রংপুর, ময়মনসিংহ সিলেট এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতেও আজকে তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নোয়াখালী, ফেনী,কুমিল্লা, রাঙামাটি, সীতাকুণ্ড, চাঁদপুর সহ বেশ কিছু জেলায় তাপমাত্রা ৩৯/৪০ক্কসেলসিয়াস এর কাছাকাছি চলে যেতে পারে। এই সময়ে কেউ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরু হলো চাকসু নির্বাচনের ভোটগ্রহণ

মা ইলিশ সংরক্ষণে সারিয়াকান্দির যমুনা নদীতে অভিযানে, ১০ হাজার মিটার জাল জব্দ

নওগাঁর বদলগাছীতে প্রধান শিক্ষককে অপহরণ করে অবৈধ নিয়োগপত্রে সই নেয়ার অভিযোগ

বগুড়ার শিবগঞ্জে আমন ধান ক্ষেতে মাজরা ও কারেন্ট পোকার আক্রমণ

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

দিনাজপুরে অটোচালককে কুপিয়ে অটো ছিনতাইয়ের চেষ্টা ২ ছিনতাইকারী আটক