ভিডিও শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বগুড়াসহ কয়েকটি জেলায় আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তা জারি  

বগুড়াসহ কয়েকটি জেলায় আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তা জারি , ছবি: সংগৃহীত।

আজ শনিবার (১০ই মে) সকালে ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত এই মৌসুমের সবচেয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ সতর্ক বার্তায় জানানো হয়েছে। 

সতর্ক বার্তায় জানানো হয়েছে, বগুড়া,পাবনা ও এর পার্শ্ববর্তী এলাকায় মাঝারি থেকে প্রায় তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। চুয়াডাঙ্গা, যশোর, নড়াইল, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী নাটোর, কুষ্টিয়া, মেহেরপুর,  ও এর পার্শ্ববর্তী এলাকায় প্রায় তীব্র থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, নাটোর, বরিশাল, গোপালগঞ্জ, রাজবাড়ী, এর পার্শ্ববর্তী এলাকায় মাঝারি থেকে প্রায় তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

আরও পড়ুন

এছাড়াও রংপুর, ময়মনসিংহ সিলেট এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতেও আজকে তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নোয়াখালী, ফেনী,কুমিল্লা, রাঙামাটি, সীতাকুণ্ড, চাঁদপুর সহ বেশ কিছু জেলায় তাপমাত্রা ৩৯/৪০ক্কসেলসিয়াস এর কাছাকাছি চলে যেতে পারে। এই সময়ে কেউ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরিয়ডে পেট ব্যথা কমাবে এই ৪ ভেষজ চা

আমেরিকার শীর্ষ পাঁচ টি ইউনিভার্সিটি থেকে ডাক পেয়েছেন জবি রসায়নের শীতল

প্রথম দেশ হিসেবে আফগানিস্তানে তালিবান সরকারের স্বীকৃতি দিলো রাশিয়া

জুলাই নিয়ে গান বানাচ্ছি : তাসরিফ খান

হাসপাতালে স্বস্তিকা

গাজায় গণহত্যা চালাতে ‘ক্ষুধা’কে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল