চাঁদপুরে কিশোর গ্যাংয়ের আরও ৯ জন আটক

নিউজ ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার রেললাইন এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাং সন্দেহে ৯ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে তাদের আটক করা হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুরের নির্দেশনায় হাজীগঞ্জ থানা পুলিশ পৌর এলাকার রেললাইন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। এরমধ্যে যাদের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ নেই তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হবে। আর অপরাধে জড়িত থাকলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুনএর আগে ১৯ নভেম্বর হাজীগঞ্জে ৯ কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছিল।
মন্তব্য করুন